Daily Current Affairs Quiz: 9th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs Quiz: 9th November 2020
1. ভারতের কোন হাইকোর্ট ইউটিউব চ্যানেলে বিচারিক কার্য্ক্রম সরাসরি সম্প্রচার করার জন্য ভারতের প্রথম হাইকোর্টে পরিণত হয়েছে?
[A] বোম্বাই হাইকোর্ট
[B] পাটনা হাইকোর্ট
[C] গুজরাট হাইকোর্ট
[D] মাদ্রাজ হাইকোর্ট
2. কোন ই-কমার্স সংস্থা উন্নত কৃষি পণ্য সহজলভ্য করার জন্যই SBI YONO Krishi App -এর সঙ্গে পার্টনারশিপ করেছে?
[A] আমাজান
[B] ইফকো বাজার
[C] ফ্লিপকার্ট
[D] ই-বে
3. ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন -এর প্রধান তথ্য কমিশনার (CIC) পদে কাকে নিয়োগ করা হয়েছে?
[A] সুনীল অরোরা
[B] যশবর্ধন কুমার সিনহা
[C] বিমল জুলকা
[D] শশী ভাম্পাতি
4. CARAT – 2020 সামরিক অনুশীলনটি কোন দুটি দেশের মধ্যে সঙ্ঘটিত হয়?
[A] ভারত ও বাংলাদেশ
[B] বাংলাদেশ ও চীন
[C] চীন ও নেপাল
[D] বাংলাদেশ ও আমেরিকা যুক্তরাষ্ট্র
5. বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ডেটা সেন্টার কোথায় নির্মাণ করা হচ্ছে?
[A] তিব্বত
[B] ইতালি
[C] জাপান
[D] আমেরিকা যুক্তরাষ্ট্র
6. ‘জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস’ ভারতে কবে পালিত হয়?
[A] 7 নভেম্বর
[B] 8 নভেম্বর
[C] 9 নভেম্বর
[D] 10 নভেম্বর
7. ‘মিয়া জাদুঘরটি’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাট
[B] অন্ধ্রপ্রদেশ
[C] সিকিম
[D] আসাম
8. কেন্দ্রীয় তথ্য কমিশনে, কমিশনারের সর্বাধিক সংখ্যা কত?
[A] 8
[B] 10
[C] 12
[D] 14
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 1 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 2 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 3 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 4 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 5 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 6 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 7 নভেম্বর 2020
- Top 10 Weekly Current Affairs Quiz