Daily Current Affairs Quiz: 12th November 2020

Daily Current Affairs Quiz: 12th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Daily Current Affairs Quiz: 12th November 2020

1. বিহার বিধানসভা নির্বাচন 2020 -এ NDA জোট কয়টি আসন জিতেছে?

[A] 110

[B] 115

[C] 125

[D] 135

Show Ans

Correct Answer: [C] 125

Short Note : বিহার বিধানসভা নির্বাচন 2020 -এ NDA জোট 125 টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজ্যে আবার সরকার গঠন করতে চলেছে। যেখানে তেজস্বী যাদবের নেতৃত্বে RJD 75 টি আসনে জয়ী হয়ে বিহারের একক বৃহত্তম দলে পরিণত হয়েছে। 

2. ১৭ তম ‘ASEAN-India Summit’ কবে অনুষ্ঠিত হবে?

[A] 12 নভেম্বর

[B] 13 নভেম্বর

[C] 14 নভেম্বর

[D] 15 নভেম্বর

Show Ans

Correct Answer: [A] 12 নভেম্বর

3. Mumbai Indians কতবার IPL ট্রফি জিতেছে?

[A] 4

[B] 5

[C] 6

[D] 3

Show Ans

Correct Answer: [B] 5

Short Note : 10 নভেম্বর 2020 তারিখে মুম্বাই ইন্ডিয়ান্স 5 ইউকেটে দিল্লি কাপিটালস কে হারিয়ে মোট 5 বার IPL ট্রফি নিজের নামে করেছে।

4. ‘Secend World Health Expo’ কোথায় অনুষ্ঠিত হবে?

[A] জেনেভা, সুইজারল্যান্ড

[B] দিল্লি, ভারত

[C] বুহান, চীন

[D] প্যারিস, ফ্রান্স

Show Ans

Correct Answer: [C] বুহান, চীন

5. সম্প্রতি প্রয়াত পৃথিবীর দীর্ঘকালীন প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা। কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

[A] সৌদি আরব

[B] সংযুক্ত আরব আমিরাত

[C] কাতার

[D] বাহরাইন

Show Ans

Correct Answer: [D] বাহরাইন

6. ভারতে ‘জাতীয় শিক্ষা দিবস’ কবে পালিত হয়?

[A] 10 নভেম্বর

[B] 11 নভেম্বর

[C] 12 নভেম্বর

[D] 13 নভেম্বর

Show Ans

Correct Answer: [B] 11 নভেম্বর

7. রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত?

[A] গুজরাট

[B] মুম্বাই

[C] মধ্যপ্রদেশ

[D] তেলেঙ্গানা

Show Ans

Correct Answer: [D] তেলেঙ্গানা

8. মানামা কোন দেশের রাজধানী?

[A] কলম্বিয়া

[B] বাহরাইন

[C] পেরু

[D] মেক্সিকো

Show Ans

Correct Answer: [B] বাহরাইন

Join on Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

10 − nine =

Scroll to Top