Current Affairs in Bengali: 5 December 2019: এই Current Affairs বিভাগটির হল, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের সঠিক তথ্য দিয়ে একটু সাহায্য করা। প্রতিযোগিতমূলক পরীক্ষা, যেমন- WBCS, WBP, PSC, SSC, Railway, Bank, etc. Current Affairs in Bengali: 5 December, Current Affairs in Bengali: 5 December Current Affairs in Bengali: 5 December
1. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস কবে পালন করা হয়?
[A] 5 ডিসেম্বর [B] 4 ডিসেম্বর [C] 2 ডিসেম্বর [D] 3 ডিসেম্বর2. ভারতে নির্মিত কোন কোস্টগার্ড জাহাজটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মালদ্বীপে উপহার দিয়েছেন?
[A] Kaamyaab [B] Deepan [C] Karanj [D] Rakshak3. কোন রাজ্য সম্প্রতি রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘Hornbill Festival’ আয়োজন করেছে?
[A] আসাম [B] নাগাল্যান্ড [C] মনিপুর [D] সিকিম4. বিশ্ব মাটি দিবস কবে পালিত হয়?
[A] 7 ডিসেম্বর [B] 5 ডিসেম্বর [C] 4 ডিসেম্বর [D] 3 ডিসেম্বর5. কোন রাজ্য সরকার স্কুল ছাত্রদের জন্য ‘Madhu App’ চালু করেছে?
[A] তেলেঙ্গানা [B] মহারাষ্ট্র [C] হরিয়ানা [D] ওড়িশা6. ‘মিত্র শক্তি’ কোন দেশের সাথে ভারতের যৌথ সামরিক মহড়া?
[A] নেপাল [B] ভুটান [C] মায়ানমার [D] শ্রীলংকা7. মহারাষ্ট্র বিধানসভার নতুন স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
[A] Nana Patole [B] Praful Patel [C] Kisan Kathore [D] Dilip Walse Patil8. মেক্সিকোয়ের আন্তর্জাতিক বইমেলাতে ‘Guest of Honour Country’ হয়ে ওঠার প্রথম এশীয় দেশ কোনটি?
[A] চীন [B] জাপান [C] ভারত [D] অস্ট্রেলিয়া9. কে সম্প্রতি পুনরায় নামিবিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?
[A] Hage Geingob [B] Sam Nujoma [C] Peter Shivute [D] Peter Katjavivi10. ‘UN Climate Change Conference-2019’ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
[A] চিলি [B] কিউবা [C] স্পেন [D] পোল্যান্ড [gs-fb-comments]