Daily Current Affairs MCQ: 2nd December 2020

Daily Current Affairs MCQ: 2nd December 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Daily Current Affairs MCQ in Bengali বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Daily Current Affairs MCQ: 2nd December 2020

1. ৯৩ তম একাডেমি পুরষ্কারে ভারতের কোন সর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে?

[A] Sound Proof

[B] Trapped

[C] Natkhat

[D] Shameless

Show Ans

Correct Answer: [D] Shameless

2. ‘World AIDS Day’ কবে পালিত হয়?

[A] 1 December

[B] 2 Decmeber

[C] 30 November

[D] 29 November

Show Ans

Correct Answer: [A] 1 December

3. ‘Engineer-in-Chief of Indian Army’ পদে কাকে মনোনীত করা হয়েছে?

[A] মনোজ মুকন্দ নারভানে

[B] অনন্ত প্রাসাদ সিং

[C] হরপাল সিং

[D] রাজীব সাভেরিয়াল

Show Ans

Correct Answer: [C] হরপাল সিং

4. ‘গুরু নানক জয়ন্তী’ কবে পালিত হয়?

[A] 28 নভেম্বর

[B] 30 নভেম্বর

[C] 1 ডিসেম্বর

[D] 2 ডিসেম্বর

Show Ans

Correct Answer: [B] 30 নভেম্বর

5. সম্প্রতি মধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘Honey Farmer Producer Organizations’ প্রোগ্রামের উদ্বোধন কে করেন?

[A] রাজনাথ সিং

[B] নরেন্দ্র সিং তোমার

[C] পীযূষ গোয়েল

[D] অমিত শাহ

Show Ans

Correct Answer: [B] নরেন্দ্র সিং তোমার

Short Note: ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার পাঁচটি রাজ্যে ‘Honey Farmer Producer Organizations’ প্রোগ্রামের উদ্বোধন করেন। 

6. সম্প্রতি প্রয়াত ডেভিড প্রক্স কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

[A] গায়ক

[B] খেলোয়াড়

[C] অভিনেতা

[D] কোনটিই সঠিক নয়। 

Show Ans

Correct Answer: [C] অভিনেতা

7. সম্প্রতি ‘Merriam-Webster’ ডিকশনারি কোন শব্দকে ‘Word of Year 2020’ ঘোষণা করেছে?

[A] Covid

[B] Lockdown

[C] Quarantine

[D] Pendamic

Show Ans

Correct Answer: [D] Pendamic

8. সম্প্রতি কোন খেলোয়াড় সবচেয়ে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে 22000 রান করার রেকর্ড করেছেন?

[A] রোহিত শর্মা

[B] বিরাট কোহলি

[C] শিখর ধবন

[D] উপরের কোনটিই সঠিক নয়। 

Show Ans

Correct Answer: [B] বিরাট কোহলি

Join on Telegram

Read More: Current Affairs MCQ: 1st December

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

20 − nine =

Scroll to Top