Hi Readers, Today we are providing Daily Current Affairs Quiz in Bengali: 30 June 2020 [Download PDF] Bangla Current Affairs is an essential part of any kind of Competitive Exam. You can download free PDF for future use. To get Daily Current Affairs PDF.
Daily Current Affairs Quiz in Bengali: 30 June 2020
1. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল Covid – 19 এর জন্য ভারতের প্রথম প্লাজমা ব্যাংক চালু করার পরিকল্পনা করেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] কেরালা
[C] কর্ণাটক
[D] দিল্লী
2. মধ্যপ্রদেশের গভর্নরের অতিরিক্ত দায়িত্ব নিচের মধ্যে কাকে দেওয়া হয়েছে?
[A] ভগত সিং কোশিয়ারি
[B] আনন্দীবেন প্যাটেল
[C]বজুভাই ভাল
[D] আচার্য দেবব্রত
3. মহারাষ্ট্র কবে অবধি লকডাউন বাড়িয়েছে?
[A] 22 জুলাই
[B] 5 জুলাই
[C] 31 আগস্ট
[D] 31 জুলাই
4. কোন রাজ্য শিল্প সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ সুরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে?
[A] মহারাষ্ট্র
[B] অন্ধ্রপ্রদেশ
[C] মধ্যপ্রদেশ
[D] উত্তরপ্রদেশ
5. জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়?
[A] ২৮ জুন
[B] ২৯ জুন
[C] ৩০ জুন
[D] ১ জুলাই
6. প্রথম জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালিত হয়?
[A] ২০০১ খ্রিস্টাব্দে
[B] ২০০৫ খ্রিস্টাব্দে
[C] ২০০৭ খ্রিস্টাব্দে
[D] ২০১১ খ্রিস্টাব্দে
7. ভারতীয় পরিসংখ্যানের জনক কে?
[A] মেঘনাথ সাহা
[B] সত্যেন্দ্রনাথ বোস
[C] প্রফুল্ল্য চন্দ্র রায়
[D] প্রশান্ত চন্দ্র মহলানবীশ
8. ভারতীয় পরিসংখ্যান কেন্দ্র বা Indian Statistical Institute (ISI) টি কোথায় অবস্থিত?
[A] জয়পুর
[B] রায়পুর
[C] পুনে
[D] কোলকাতা