Geography Questions and Answers in Bengali

21) চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ____ নাম পরিচিত।

[A] চিনুক

[B] উইলি উইলি

[C] পাম্পেরো

[D] টাইফুন

Show Ans

Correct Answer: [D] টাইফুন

22) চীনের বৃহত্তম বন্দর কোনটি?

[A] চুংকিং

[B] নানকিং

[C] হুনান

[D] সাংহাই

Show Ans

Correct Answer: [D] সাংহাই

23) যে স্তর পর্যন্ত বেতার তরঙ্গ পৌঁছাতে পারে__

[A] ট্রপোস্ফিয়ার

[B] স্ট্র্যাটোস্ফিয়ার

[C] আয়নোস্ফিয়ার

[D] এক্সস্ফিয়ার

Show Ans

Correct Answer: [C] আয়নোস্ফিয়ার

24) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে__

[A] আরব সাগর

[B] পকপ্রাণলী

[C] 10° চ্যানেল

[D] 15° চ্যানেলে

Show Ans

Correct Answer: [C] 10° চ্যানেল

25) জনসংখ্যা অনুযায়ী পৃথিবীতে ভারতের অবস্থান_

[A] প্রথম

[B] দ্বিতীয়

[C] তৃতীয়

[D] চতুর্থ

Show Ans

Correct Answer: [B] দ্বিতীয়

Geography Questions and Answers in Bengali

26) সারনাথের বৌদ্ধস্তুপ অবস্থিত_

[A] বারাণসীতে 

[B] দ্বারকায়

[C] বৌদ্ধ গয়ায়

[D] বৃন্দাবনে

Show Ans

Correct Answer: [C] বৌদ্ধ গয়ায়

27) হায়দারাবাদ ____ নদীরতীরে অবস্থিত।

[A] কৃষ্ণা

[B] মুসি

[C] নর্মদা

[D] গোদাবরী

Show Ans

Correct Answer: [B] মুসি

28) বিশ্বজুড়ে পরিবেশ দিবস পালিত হয়__

[A] ৫ই এপ্রিল

[B] ৫ই জুলাই

[C] ৫ই মে

[D] ৫ই জুন

Show Ans

Correct Answer: [D] ৫ই জুন

29) ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ____ নামে পরিচিত।

[A] সাইক্লোন

[B] হ্যারিক্যান

[C] টর্নেডো

[D] টাইফুন

Show Ans

Correct Answer: [B] হ্যারিক্যান

30) অ্যারোসল হল_

[A] জলীয়বাষ্প

[B] কুয়াশা

[C] মেঘ

[D] ধূলিকণা

Show Ans

Correct Answer: [D] ধূলিকণা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =

Scroll to Top