ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF Download

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা: 1878 সালে ইংল্যান্ডের উইলিয়াম জর্জ আর্মস্ট্রং সর্বপ্রথম জলবিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে একটি বৈদ্যুতিক ল্যাম্প জ্বালাতে সক্ষম হন। পরবর্তী কালে 1881 খ্রিস্টাব্দে আমেরিকার নায়াগ্রা জলপ্রপাতে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠে। 1898 খ্রিস্টাব্দে গড়ে উঠা সমগ্র এশিয়া মহাদেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি হল দার্জিলিং-এর সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। Static Gk সম্পর্কিত অন্যান্য পোস্টগুলি পড়তে Static Gk on India এখানে ক্লিক করুন। সমস্ত PDF একসঙ্গে পেতে আমাদের Telegram গ্রূপে যুক্ত হন। ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র তালিকাটি Download করতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন। 

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা

জলবিদ্যুৎ কেন্দ্রনদীঅবস্থান
1. নাগার্জুনাসাগর জলবিদ্যুৎ কেন্দ্রকৃষ্ণাঅন্ধ্রপ্রদেশ
2. সৃসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্রকৃষ্ণাঅন্ধ্রপ্রদেশ
3. মাচকুন্ড জলবিদ্যুৎ কেন্দ্রমাচকুন্ডঅন্ধ্রপ্রদেশ
4. সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্রনর্মদাগুজরাট
5. ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্রশতদ্রুহিমাচল প্রদেশ
6. ন্যাপথা ঝাকড়ি জলবিদ্যুৎ কেন্দ্রশতদ্রুহিমাচল প্রদেশ
7. দিহার জলবিদ্যুৎ কেন্দ্রবিপাশাহিমাচল প্রদেশ
8. সালাল জলবিদ্যুৎ কেন্দ্রচেনাবজম্মু ও কাশ্মীর
9. উরি জলবিদ্যুৎ কেন্দ্রঝিলামজম্মু ও কাশ্মীর
10. সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্রসুবর্ণরেখাবিহার/ঝাড়খন্ড
11. মাইথন জলবিদ্যুৎ কেন্দ্রঝাড়খন্ড
12. পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্রদামোদরঝাড়খন্ড
13. কালীনদী জলবিদ্যুৎ কেন্দ্রকালীনদীকর্ণাটক
14. শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রকাবেরীকর্ণাটক
15. সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্রসরাবতীকর্ণাটক
16. ইদ্দুকি জলবিদ্যুৎ কেন্দ্রপেরিয়ারকেরালা
17. বানসাগর জলবিদ্যুৎ কেন্দ্রশোনমধ্যপ্রদেশ
18. ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্রনর্মদামধ্যপ্রদেশ
19. কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্রকোয়েনামহারাষ্ট্র
20. লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্রলেইমাটাকমনিপুর
21. বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্রসিলেরুউড়িষ্যা
22. হীরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্রমহানদীউড়িষ্যা
23. রঙ্গীত জলবিদ্যুৎ কেন্দ্ররঙ্গীতসিকিম
24. তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রতিস্তাসিকিম
25. তেহারি জলবিদ্যুৎ কেন্দ্রভাগীরথীউত্তরাখন্ড
26. রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্ররিহান্দউত্তরপ্রদেশ/মধ্যপ্রদেশ
27. যমুনা জলবিদ্যুৎ কেন্দ্রযমুনাউত্তরপ্রদেশ
28. ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্রময়ূরাক্ষীপশ্চিমবঙ্গ/ঝাড়খন্ড
29. জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্রপশ্চিমবঙ্গ
30. জওহরসাগর জলবিদ্যুৎ কেন্দ্রচম্বলরাজস্থান

Read More: ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা

Download ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

15 + nineteen =

Scroll to Top