Home > State Wise GK >Bihar Gk Question Answer in Bengali: নমস্কার, বন্ধুরা আমরা ভারতের প্রতিটি রাজ্যের উপর কিছু Mulitple Choice Questions প্রস্তুতু করেছি। তবে আজকে আমরা বিহার রাজ্যের উপর 30 MCQ প্রশ্ন -উত্তর নিয়ে এসেছি। আমরা আগামী সময়ে সব রাজ্যের উপর প্রশ্ন উত্তর নিয়ে আসছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
Bihar Gk Question & Answer in Bengali
1) বিহার দিবস কবে পালিত হয়?
[A] 23rd September
[B] 22nd March
[C] 3rd February
[D] 16th June
2) বিহারে মোট জেলার সংখ্যা কত?
[A] ৩২
[B] ৩৮
[C] ৩৬
[D] ৪০
3) বিহারের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন__
[A] Deep Narayan Singh
[B] Mahamaya Prasad Sinha
[C] K . B Sahay
[D] Krishna Singh
4) বিহারে মোট লোকসভা আসন সংখ্যা হল__
[A] 37
[B] 38
[C] 40
[D] 41
5) আয়তন অনুসারে, বিহারের বৃহত্তম জেল কোনটি?
[A] সমস্তিপুর
[B] রোহতাস
[C] ঔরাঙ্গবাদ
[D] পশ্চিম চম্পারন
6) হিন্দি ও উর্দু, ছাড়াও বিহারের অন্য্ একটি সরকারি ভাষা হল__
[A] ভোজপুরি
[B] মিথিলি
[C] সংস্কৃত
[D] মাগধী
7) পাটনা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্টিত হয়?
[A] 1908 খ্রিস্টাব্দে
[B] 1917 খ্রিস্টাব্দে
[C] 1927 খ্রিস্টাব্দে
[D] 1935 খ্রিস্টাব্দে
8) কোন রাজা পাটনা (পাটলিপুত্র) -এর প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত?
[A] ধননন্দ
[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] অশোক
[D] অজাতশত্রু
9) বক্সার যুদ্ধ কবে সংঘটিত হয়?
[A] 1764 খ্রিস্টাব্দে
[B] 1772 খ্রিস্টাব্দে
[C] 1780 খ্রিস্টাব্দে
[D] 1784 খ্রিস্টাব্দে
10) বিহার কবে বাংলা প্রদেশ থেকে আলাদা হয়?
[A] 1903 খ্রিস্টাব্দে
[B] 1912 খ্রিস্টাব্দে
[C] 1915 খ্রিস্টাব্দে
[D] 1935 খ্রিস্টাব্দে
11) বিহারের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রটি হল__
[A] Kanti Thermal Power Station
[B] Kahalgaon Super Thermal Power Station
[C] Barh Super Thermal Power Station
[D] Barauni Thermal Power Station
12) নিচের কোন শহরটি ‘Medical city of Bihar’ নামে পরিচিত?
[A] গয়া
[B] ভাগলপুর
[C] দারভাঙ্গা
[D] পাটনা
13) বিহারের প্রথম হিন্দি সংবাদ পত্রিকা ‘বিহার বন্ধু’ কবে প্রকাশিত হয়?
[A] 1872 খ্রিস্টাব্দে
[B] 1876 খ্রিস্টাব্দে
[C] 1862 খ্রিস্টাব্দে
[D] 1882 খ্রিস্টাব্দে
14) বিহারে মোট রাজ্যসভা আসন সংখ্যা হল__
[A] ১০ টি
[B] ১৪ টি
[C] ১৩ টি
[D] ১৬ টি
15) ‘বিহার কেশরী’ নাম কে পরিচিত?
[A] বিদ্যাপতি
[B] রাজেন্দ্র প্রাসাদ
[C] কৃষ্ণ সিং
[D] বিনোদনন্দ ঝা