ভারতের প্রধানমন্ত্রীর নামের তালিকা (1947-2020)

ভারতের প্রধানমন্ত্রীর তালিকা: প্রিয় পাঠকগণ, আমরা আশা করি আপনারা সবাই আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনার সর্বোত্তম প্রস্তুতিটি করতে এই লকডাউন পিরিয়ডটি ব্যবহার করেন। আপনার বোঝা হালকা করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বিষয়ের উপর ভিত্তি করে ভারতের প্রধানমন্ত্রীর নামের তালিকা নিয়ে এসেছি।এখানে আমরা ১৯৪৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী গনের নামের তালিকা দেওয়ার পরিকল্পনা করেছি।কারণ কমবেশি সমস্ত পরীক্ষায় ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর তালিকার উপর ভিত্তি করে এক বা দুটি প্রশ্ন এসেই থাকে।

ভারতের প্রধানমন্ত্রীর নামের তালিকা

নামজন্ম-মৃত্যুসময়কাল
1. জওহরলাল নেহেরু(1889–1964)5 August 1947 – 27 May 1964
2. গুলজারি লাল নন্দা(1898–1998)27 May,1964 – 9 June 1964
3. লাল বাহাদুর শাস্ত্রী(1904–1966)9 June, 1964 – 11 Jan 1966
গুলজারি লাল নন্দা(1898–1998)Jan 11, 1966 – Jan
24, 1966
4. ইন্দিরা গান্ধী(1917–1984)24 Jan 1966 – 24 March 1977
5. মোরারজি দেশাই(1896–1995)24 March 1977 – 28 July 1979
6. চরণ সিং(1902–1987)28 July, 1979 – 14 Jan. 1980
ইন্দিরা গান্ধী(1917–1984)Jan 14, 1980 – 31 Oct, 1984
7. রাজীব গান্ধী(1944–1991)31 Oct, 1984 to 2 Dec. 1989
8. বিশ্বনাথ প্রতাপ সিং(1931–2008)2 Dec. 1989 to 10 Nov. 1990
9. চন্দ্র শেখর(1927–2007)10 Nov,1990 to 21 June 1991
10. পি.ভি. নরসিমা রাও(1921–2004)21 June 1991 to 16 May 1996
11. অটল বিহারি বাজপেয়ী(1934-2018)16 May, 1996 to 1 June 1996
12. এইচ.ডি দেব গৌড়া(1933- )1 June, 1996 to 21 April 1997
13. ইন্দ্র কুমার গুজরাল(1919–2012)21 April 1997 to 19 March, 1998
14. অটল বিহারি বাজপেয়ী(1934-2018)19 March, 1998 to 22 May 2004
15. ড: মনমোহন সিং(1932-)22 May 2004 to 26 May 2014
16. নরেন্দ্র মোদী(1950-)26 May 2014, – বর্তমান

ভারতের প্রধানমন্ত্রীর নামের তালিকা: Download
একনজরে বিভিন্ন পুরস্কার তালিকা: Download

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ জওহরলাল নেহেরু।

প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হলেন- ইন্দিরা গান্ধী।

প্রশ্নঃ ভারতের প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ গুলজারি লাল নন্দা।

প্রশ্নঃ ভারতের প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ মোরারজি দেশাই। তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি পদ থেকে পদত্যাগ করেছিলেন।

প্রশ্নঃ ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ রাজীব গান্ধী।

প্রশ্নঃ ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহনকারী প্রথম প্রধানমন্ত্রী?

উত্তরঃ নরেন্দ্র মোদী।

প্রশ্নঃ ভারতের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ জওহরলাল নেহেরু। (1947 to 1964)

2 thoughts on “ভারতের প্রধানমন্ত্রীর নামের তালিকা (1947-2020)”

  1. খুব helpful এই পোস্টটি আমি এইবছর cuet exam এর preparation korchi আমার কাছে এই পোস্টটি খুব helpful ছিল। অনেক অনেক ধন্যবাদ পোস্ট দাতাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

9 − five =

Scroll to Top