Pronoun কাকে বলে ? কত প্রকার ও কি কি

Pronoun কাকে বলে ? কত প্রকার ও কি কি – Part of Speech -এ প্রধানত আট প্রকার পদ ব্যবহৃত হয়। যেমনঃ Noun (বিশেষ্য পদ), Pronoun (সর্বনাম পদ), Adjective (বিশেষণ পদ), Verb (ক্রিয়া পদ ), Adverb (ক্রিয়াবিশেষণ পদ), Preposition (সম্মন্ধসূচক অব্যয় পদ), Conjunction (সংযোগসূচক অব্যয় পদ) এবং Interjection (আবেগসূচক অব্যয় পদ) । Part of Speech -এর অন্যতম প্রধান পদ Pronoun নিয়ে বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল। Join Our Telegram Channel.

Pronoun কাকে বলে?

Noun -এর পরিবর্তে যে-সব Word ব্যবহৃত হয় সেগুলিকে Pronoun বলে। যেমনঃ –

1. Rabin is a student. He is a good boy. (এখানে Rabin -একটি Noun এবং He এখানে Pronoun.)
2. Dipak Has a cow. It has four legs. (এখানে Cow -এর পরিবর্তে It বসেছে এই এটি একটি Pronoun.)

Pronoun-এর শ্রেণীবিভাগ

Pronoun কে প্রধানতঃ সাতটি শ্রেণীতে ভাগ করা যায়। যথাঃ –

  1. Personal Pronoun
  2. Demonstrative Pronoun
  3. Reflexive Pronoun
  4. Relative Pronoun
  5. Interrogative Pronoun
  6. Indefinite Pronoun
  7. Distributive Pronoun

1. Personal Pronoun কাকে বলে?

যে-সব Pronoun ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয় অর্থাৎ কোনো Noun -এর পরিবর্তে বসে না সেইসব pronoun কে বলে Personal Pronoun. । যেমনঃ

1. I have a dog. (I কোন Noun -এর পরিবর্তে বসে না। )
2. You have a umbrella. (You কোন Noun -এর পরিবর্তে বসে না।)

2. Demonstrative Pronoun কাকে বলে?

যে-সব Pronoun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেইসব Pronoun কে Demonstrative Pronoun কাকে বলে। যেমনঃ

1. He is a student. ( ‘He’ বলতে একজন ছাত্রকে নির্দেশ করা হচ্ছে। )
2. She is a girl. ( ‘She’ বলতে একজন ছাত্রীকে নির্দেশ করা হচ্ছে। )
3. It is a picture. ( ‘It’ বলতে একটি ছবিকে নির্দেশ করা হচ্ছে। )

3. Reflexive Pronoun কাকে বলে?

‘আমি নিজে’, ‘তুমি নিজে’, ‘সে নিজে’, ‘তোমরা নিজেরা’, ‘তারা নিজেরা’ প্রভৃতি আত্মবাচক শব্দ। ইংরেজিতে এইসব শব্দকে Reflexive Pronoun বলে। যেমনঃ

1. I myself done this. (“Myself” -এর অর্থ হল ‘আমি নিজে’ এটি আত্মবাচক শব্দ )
2. He himself said that. (“Himself” -এর অর্থ হল ‘সে নিজে’ এটি আত্মবাচক শব্দ )
3. They themselves went there. (“Themselves” -এর অর্থ হল ‘তারা নিজেরা’ এটি আত্মবাচক শব্দ )

4. Relative Pronoun কাকে বলে?

Who, which ও that -এই Word তিনটি যখন কোনো Sentence -এ ব্যবহৃত হয়ে সেই Sentence -এ প্রথমে ব্যবহৃত Noun -এর সঙ্গে সম্মন্ধ স্থাপন করে তখন এই Word গুলিকে Relative Pronoun বলে। যেমনঃ

1. An Old man came here who was blind. (এখানে ‘Old man‘ -এর সঙ্গে সম্মন্ধ স্থাপন করেছে ‘who’)
2. Give me the pen which was purchased yesterday. (এখানে ‘Pen‘ -এর সঙ্গে সম্মন্ধ স্থাপন করেছে ‘which’)
3. Rakesh has shown me a watch that was given to him by his brother. (এখানে ‘Watch‘ -এর সঙ্গে সম্মন্ধ স্থাপন করেছে ‘that’)

5. Interrogative Pronoun কাকে বলে?

Who, Which এবং What -এই Word তিনটি প্রশ্নবোধক হয়ে যখন Sentence -এ ব্যবহৃত হয় তখন এগুলিকে Interrogative Pronoun বলে। যেমনঃ

1. Who is she? (এখানে ‘Who‘ প্রশ্নবোধক word রূপে ব্যবহৃত হয়েছে)
2. Which is his book? (এখানে ‘Which‘ প্রশ্নবোধক word রূপে ব্যবহৃত হয়েছে)
3. What did he do? (এখানে ‘What‘ প্রশ্নবোধক word রূপে ব্যবহৃত হয়েছে)

6. Indefinite Pronoun কাকে বলে?

যে-সব Pronoun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না অর্থাৎ অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেইসব Pronoun কে Indefinite Pronoun বলে। যেমনঃ

1. Both of them are blind. (এখানে ‘Both of them’ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না)
2. One of you will come to me. (এখানে ‘One of you’ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না)
3. Some of them are good players. (এখানে ‘Some of them’ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না)

7. Distributive Pronoun কাকে বলে?

কোনো এক জাতির বা এক দলের বা এক শ্রেণীর অন্তর্গত প্রত্যেক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে যে-সব Pronoun ব্যবহৃত হয় সেগুলিকে Distributive Pronoun বলে। যেমনঃ

1. Each of the clocks is good. (এখানে প্রত্যেক clock -কে নির্দেশ করতে Each ব্যবহৃত হয়েছে। )
2. Neither of the umbrellas is good. (এখানে প্রত্যেক umbrella -কে নির্দেশ করতে Neither ব্যবহৃত হয়েছে। )
3. Each of the players will be present. (এখানে প্রত্যেক player -কে নির্দেশ করতে Each ব্যবহৃত হয়েছে। )


Read More: Noun কাকে বলে ? কত প্রকার ও কি কি


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

four + four =

Scroll to Top