Verb কাকে বলে? কত প্রকার ও কি কি? – Part of Speech -এ প্রধানত আট প্রকার পদ ব্যবহৃত হয়। যেমনঃ Noun (বিশেষ্য পদ), Pronoun (সর্বনাম পদ), Adjective (বিশেষণ পদ), Verb (ক্রিয়া পদ ), Adverb (ক্রিয়াবিশেষণ পদ), Preposition (সম্মন্ধসূচক অব্যয় পদ), Conjunction (সংযোগসূচক অব্যয় পদ) এবং Interjection (আবেগসূচক অব্যয় পদ) । Part of Speech -এর অন্যতম প্রধান পদ Verb নিয়ে বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল। Join Our Telegram Channel.
Read More: Noun কাকে বলে ? কত প্রকার ও কি কি
সূচিপত্র
Verb কাকে বলে?
যে-সব Word দ্বারা খাওয়া, বসা, আসা, যাওয়া প্রভৃতি প্রকাশ পায় সেইসব Word কে Verb বা ক্রিয়া পদ বলে। যেমনঃ –
1. I do
2. They ask
3. Rakesh eats
4. Riya sings.
5. Rakhi dance
Verb-এর শ্রেণীবিভাগ
Verb কে প্রধানতঃ 2 টি শ্রেণীতে ভাগ করা যায়। যথাঃ –
- Transitive Verb
- Intransitive Verb
Read More: Adjective কাকে বলে? কত প্রকার ও কি কি?
1. Transitive Verb কাকে বলে?
যে Verb বা ক্রিয়ার Object বা কর্ম থাকে; তাকে বলে Transitive Verb বা সকর্মক ক্রিয়া পদ। যেমনঃ
1. He reads books. (এখানে “Read” Verb -এর Object হল ‘books.’)
2. They eat rice. (এখানে “Eat” Verb -এর Object হল ‘rice.’)
3. You play football. (এখানে “Play” Verb -এর Object হল ‘football.’)
4. He advised us. (এখানে “Advised” Verb -এর Object হল ‘us.’)
5. Rakhi told a tale. (এখানে “Told” Verb -এর Object হল ‘tale.’)
2. Intransitive Verb কাকে বলে?
যে Verb বা ক্রিয়ার কোন Object বা কর্ম থাকে না; তাকে বলে Intransitive Verb বা অকর্মক ক্রিয়া পদ। যেমনঃ
1. He sleeps. (‘Sleeps’ শব্দটি Verb, কিন্তু এখানে কোন Object নেই।)
2. She came. (‘Came’ শব্দটি Verb, কিন্তু এখানে কোন Object নেই।)
3. Usha speaks. (‘Speaks’ শব্দটি Verb, কিন্তু এখানে কোন Object নেই।)
4. Man dies. (‘Dies’ শব্দটি Verb, কিন্তু এখানে কোন Object নেই।)
5. We walk. (‘Walk’ শব্দটি Verb, কিন্তু এখানে কোন Object নেই।)
Read More: Pronoun কাকে বলে ? কত প্রকার ও কি কি