একনজরে জনগণনা 2011 -এর গুরুত্বপূর্ণ তথ্যাবলী

জনগণনা 2011: ভারতীয় জনগণনার ইতিহাস প্রাচীন। ঋকবেদে ৮০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দে এক প্রকার জনগণনা উল্লিখিত রয়েছে। মৌর্য যুগে কৌটিল্যের অর্থশাস্ত্রের কর ধার্যের জন্য জনগণনার প্রয়োজন করা রয়েছে। হেনরি ওয়াল্টার ১৮৬৫-১৮৭২ সালে প্রথম ভারতের একটি শহরের সম্পূর্ণ জনগণনা করেন।এই জনগণনায় জনসংখ্যা, লিঙ্গ, হার, ইত্যাদি তথ্য সংগৃহিত হলেও পদ্ধতিগত ভাবে সঠিক ছিল না। ১৮৮১ সালে ভারতে প্রথম পদ্ধতি মেনে জনগণনা করা হয়। এর পর থেকে প্রতি ১০ বছর অন্তর অন্তর জনগণনা হয়। যদি ১৮৭২ সালে ভারতের প্রথম জনগণনা ধরা হয় তাহলে ২০১১ সালের জনগণনা ভারতের ১৫তম জনগণনা এবং স্বাধীন ভারতের ৭তম জনগণনা


জনগণনা – 2011


২০১১ সালের ৯ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত জনগণনা করা হয়। তার পরে ১-৫ মার্চ পর্যন্ত তথ্য পরিমার্জনের কাজ শুরু হয়। জনগণনার সময় ধরা হয় ১ মার্চ রাত ১২.০০ টা থেকে।

২০১১ সালের জনগণনার কাজে প্রায় ২৮ লক্ষ মানুষ যুক্ত ছিলেন। স্বাধীন ভারতের প্রথম জনগণনা ১৯৫১ সালের জনগণনায় প্রশ্ন সংখ্যা ছিল ১৪ টি।


রাজ্যভিত্তিক জনসংখ্যা ও ঘনত্ব তালিকা


ক্রমরাজ্যজনসংখ্যাঘনত্ব
0ভারত1,210,854,977382
1উত্তরপ্রদেশ199,812,341829
2মহারাষ্ট্র112,374,333365
3বিহার104,099,4521,106
4পশ্চিমবঙ্গ91,276,1151,028
5অন্ধ্রপ্রদেশ84,580,777308
6মধ্যপ্রদেশ72,626,809236
7তামিলনাড়ু72,147,030555
8রাজস্থান68,548,437200
9কর্ণাটক61,095,297319
10গুজরাট60,439,692308
11উড়িষ্যা41,974,218270
12কেরালা33,406,061860
13ঝাড়খন্ড32,988,134414
14অসম31,205,576398
15পাঞ্জাব27,743,338551
16ছত্তিসগড়25,545,198189
17হরিয়ানা25,351,462573
18দিল্লি16,787,94111,320
19জম্মুও কাশ্মীর12,541,30256
20উত্তরাখন্ড10,086,292189
21হিমাচলপ্রদেশ6,864,602123
22ত্রিপুরা3,673,917350
23মেঘালয়2,966,889132
24মনিপুর2,855,794128
25নাগাল্যান্ড1,978,502119
26গোয়া1,458,545394
27অরুণাচলপ্রদেশ1,383,72717
28পুদুচেরি1,247,9532,547
29মিজোরাম1,097,20652
30চন্ডিগড়1,055,4509,258
31সিকিম610,57786
32আন্দামান ও নিকোবর380,58146
33দাদরা ও নগর হাভেলী343,709700
34দমন ও দিউ243,2472.191
35লাক্ষাদ্বীপ64,4732,149

ভারতের 15 তম জনগণনা 2011 -এর কিছু উল্লেখযোগ্য তথ্য:


ভারতের সর্বোচ্চ জনঘনত্ব সম্পন্ন রাজ্যবিহার
ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যঅরুণাচল প্রদেশ
ভারতের সর্বোচ্চ জনঘনত্ব সম্পন্ন কেন্দ্রশাসিত অঞ্চলদিল্লী
ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন কেন্দ্রশাসিত অঞ্চললাক্ষাদ্বীপ
ভারতের সর্বোচ্চ জনসংখ্যা সম্পন্ন রাজ্যউত্তরপ্রদেশ
ভারতের সর্বনিম্ন জনসংখ্যা সম্পন্ন রাজ্যসিকিম
ভারতের সর্বোচ্চ লিঙ্গানুপাত সম্পন্ন রাজ্যকেরালা
ভারতের সর্বনিম্ন লিঙ্গানুপাত সম্পন্ন রাজ্যহরিয়ানা
ভারতের সর্বোচ্চ স্বাক্ষরতার হার সম্পন্ন রাজ্যকেরালা
ভারতের সর্বনিম্ন স্বাক্ষরতার হার সম্পন্ন রাজ্যবিহার

Static Gk সম্পর্কিত অন্যান্য পোস্টগুলি পড়তে Static Gk on India এখানে ক্লিক করুন। সমস্ত PDF একসঙ্গে পেতে আমাদের Telegram গ্রূপে যুক্ত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

7 + 19 =

Scroll to Top