General Science Questions Answers in Bengali
General Science Questions Answers in Bengali The Online CBT Test of Railway Group -D will be from September to December. This exam will consist of 100 questions of multiple choice type. General Science – 25, General Awareness and Current Affairs – 25, General Intelligence and Reasoning – 25 and Arithmetic – 25. Today, we have brought you the 50 MCQ Questions Answer of General Science. General Science Questions Answers in Bengali
Home > Science MCQ > General Science Questions Answers in Bengali
1. ধমনী বহন করে যে রক্ত তাতে থাকে__
[A] কার্বন-ডাই -অক্সাইড [B] অক্সিজেন [C] লিপিডস [D] কোনটিই নয়2. মঙ্গলে কতগুলি চাঁদ রয়েছে?
[A] ৭ টি [B] ২ টি [C] ১ টি [D] ৪ টি3. কোনটি চাঁদের কক্ষপথে পৌঁছানো প্রথম কৃত্রিম উপগ্রহ?
[A] অ্যাপেলো – ২ [B] অ্যাপেলো – ১১ [C] লুনা – ৪ [D] লুনা – ১০4. চোখে লেন্সের কাজ কি?
[A] চোখ নিচু করা [B] চিত্র সম্মন্ধীয় বার্তা মস্তিষ্কে প্রেরণ করা [C] চোখের ফোকাল দূরত্বের বদল [D] আঘাত থেকে চোখ কে রক্ষা করা।5.নিচের কোনটি এককোষী প্রাণীর উদাহরণ?
[A] অ্যানথ্রোপড [B] অ্যানেলিড [C] প্রোটোজোয়া [D] কোনটিই সঠিক নয়6. থার্মোস্কোপের আবিস্কারক কে?
[A] নিউটন [B] গ্যালিলিও [C] ক্যানভেনডিস [D] হার্ভে7. পৃথিবীর আকৃতি কেমন?
[A] নিখুঁত গোলাকার [B] নিখুঁত অর্ধ-গোলাকার [C] আয়তক্ষেত্রাকার গোলাকার [D] মূলত চ্যাপ্টা8. যদি তরঙ্গের কম্পন বৃদ্ধি পায়, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ
[A] বৃদ্ধি পাবে [B] হ্রাস পাবে [C] একই থাকবে [D] কোনটিই সঠিক নয়9. কোন উপাদানের পারমানবিক ওজন, নিচে দেওয়া কোন উপাদনের পারমানবিক ওজনের সঙ্গে তুলনা করা হয়?
[A] অক্সিজেন [B] হাইড্রোজেন [C] নাইট্রোজেন [D] কার্বন10. নিচে দেওয়া কোনটি মার্স গ্যাস?
[A] ইথেন [B] মিথেন [C] বুটেন [D] প্রপেন