Top Crops Producing States in Bengali(প্রথম কৃষি উৎপাদক রাজ্য) PDF

Top Crops Producing States in Bengali(প্রথম কৃষি উৎপাদক রাজ্য):

ফসলের নাম প্রথম দ্বিতীয় তৃতীয় 
ধানপশ্চিমবঙ্গপাঞ্জাবউত্তরপ্রদেশ
গমউত্তরপ্রদেশপাঞ্জাব হরিয়ানা 
ভুট্টা মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক 
বাজরা রাজস্থান গুজরাট মহারাষ্ট্র 
সমগ্র ডাল মধ্যপ্রদেশমহারাষ্ট্র উত্তরপ্রদেশ 
তৈলবীজ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট 
বাদাম গুজরাট তামিলনাড়ুঅন্ধ্রপ্রদেশ
রেসপিড এবং সরিষারাজস্থানউত্তরপরেশহরিয়ানা
সয়াবিনমধ্যপ্রদেশমহারাষ্ট্ররাজস্থান
সূর্যমুখীকর্ণাটকঅন্ধ্রপ্রদেশমহারাষ্ট্র
ইক্ষুমধ্যপ্রদেশমহারাষ্ট্রকর্ণাটক
তুলামহারাষ্ট্রগুজরাটঅন্ধ্রপ্রদেশ
পাটপশ্চিমবঙ্গবিহারঅসম
চাঁঅসমপশ্চিমবঙ্গহিমাচল প্রদেশ
কফিকর্ণাটককেরালাতামিলনাড়ু
রবারকেরালাতামিলনাড়ুকর্ণাটক
পশমকর্ণাটকজম্মু ও কাশ্মীরঅন্ধ্রপ্রদেশ
তামাকগুজরাটঅন্ধ্রপ্রদেশকর্ণাটক

সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

উত্তরঃ পশ্চিমবঙ্গ।

প্রশ্নঃ কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

উত্তরঃ কর্ণাটক।

প্রশ্নঃ পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

উত্তরঃ পশ্চিমবঙ্গ।

প্রশ্নঃ চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

উত্তরঃ আসাম।

প্রশ্নঃ তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

উত্তরঃ মহারাষ্ট্র।

প্রশ্নঃ গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

উত্তরঃ উত্তরপ্রদেশ।

প্রথম কৃষি উৎপাদক রাজ্য: Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

eight − 7 =

Scroll to Top