Today, we have brought to you 100 essential questions and answers on the CM, Governors, and Capitals of different states of India. Indian Static Gk is the most essential part of any kind of competitive Exam. We hope you find it too useful.
Expl : অন্ধ্রপ্রদেশের 23 তম বা বর্তমান রাজ্যপাল হিসাবে বিশ্বভূষণ হরিচন্দন দায়িত্ব পালন করছেন।
4. হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি?
[A] ভোপাল [B] তিরুবনন্তপুরম [C] সিমলা [D] চন্ডিগড়
Show Ans
Correct Answer: [C] সিমলা
Expl : বর্তমানে হিমাচল প্রদেশের দুটি রাজধানী রয়েছে। প্রথমটি হ’ল “সিমলা” যা হিমাচল প্রদেশের গ্রীষ্মের রাজধানী হিসাবে পরিচিত। এটি গ্রীষ্মের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছিল 1864 সালে ব্রিটিশ আমলে । দ্বিতীয়টি হ’ল “ধর্মশালা” যা একটি আসন্ন স্মার্ট সিটি, পর্যটন শহর এবং তিব্বতি আধ্যাত্মিক দালাই লামার আদি শহর। এটিশীতের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছিল 19 জানুয়ারী 2017 সালে।
Expl : ভারতীয় রাজনীতিবিদ এবং সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং সিকিমের Sikkim Krantikari Morcha (SKM) দলের নেতা ও প্রতিষ্ঠাতা। এই দল গঠনের আগে তিনি Sikkim Democratic Front (SDF) দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
Expl :ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়ার বি.ডি মিশ্র অরুণাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল পদে নিযুক্ত আছেন।
7. নিচের কোনটি পাঞ্জাবের রাজধানী হিসাবে পরিচিত?
[A] কোলকাতা [B] চন্ডিগড় [C] ভোপাল [D] হরিয়ানা
Show Ans
Correct Answer: [B] চন্ডিগড়
Expl :পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, যেটি এছাড়াও হরিয়ানার রাজধানী হিসাবে কাজ করে। দুটি রাজ্যের রাজধানী হয় সত্বেও চন্ডিগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
8. তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে?
[A] শ্রী পেমা খান্দু [B] এদাপদী কে পলানিস্বামী [C] শ্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত [D] শ্রী মনোহর লাল
Show Ans
Correct Answer: [B] এদাপদী কে পলানিস্বামী
Expl : Edappadi K Palaniswami একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী।তিনি এছাড়াও AIADMK দলের আহ্বায়ক (Convener) হিসাবে দায়িত্ব পালন করছেন। আশ্চর্য তিনি আবার Karuppa Gounder Palanisamy নামেও পরিচিত ছিলেন।
Expl : ভারতীয় রাজনীতিবিদ ভেলু নারায়ণসামি কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরির দশম ও বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন । তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দলের সদস্য।