Hi Readers, Today we are providing Daily Current Affairs Quiz in Bengali: 21 January 2020 [Download PDF] Bangla Current Affairs is an essential part of any kind of Competitive Exam. You can download free PDF for future use.
আমাদের জনপ্রিয় পাতা গুলি হল – General Knowledge | Current Affairs Quiz | Question Answer | Online Mock Test
Current Affairs Quiz in Bengali: 21 January
1. কোন রাজ্য তিনটি রাষ্ট্রীয় রাজধানী তৈরির প্রস্তাব করে একটি খসড়া বিল পেশ করেছে?
[A] মহারাষ্ট্র [B] তেলেঙ্গানা [C] উত্তর প্রদেশ [D] অন্ধ্র প্রদেশ3. ভারত 19 জানুয়ারী কোন পারমাণবিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছে?
[A] SN-19 [B] Wajra-VI [C] K-4 [D] Astra-84. 2020 সালের জানুয়ারীতে কোন দেশের মধ্যে মারাত্মক করোনাভাইরাস (Coronavirus) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে?
[A] চীন [B] জাপান [C] ভারত [D] দক্ষিন কোরিয়া5. প্রতি বছর জানুয়ারী মাসে কোন বিখ্যাত আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়?
[A] Australian Open [B] US Open [C] French Open [D] Wimbledon6. JLL City Momentum Index, 2020 অনুসারে কোন ভারতীয় শহরকে 'বিশ্বের সর্বাধিক গতিশীল শহর' হিসাবে ঘোষণা করা হয়েছে?
[A] বেঙালুরু [B] কোলকাতা [C] মুম্বাই [D] হায়দ্রাবাদ7. সম্প্রতি চিলিকা হ্রদে 146 টি ইরাবদী ডলফিনের সন্ধান পাওয়া গেছে। চিলকা হ্রদটি কোথায় অবস্থিত?
[A] গুজরাট [B] মহারাষ্ট্র [C] হিমাচলপ্রদেশ [D] উড়িষ্যা8. বন পর্যটন উন্নয়নের জন্য পদক্ষেপের পরামর্শ দেওয়ার জন্য কোন রাজ্য একটি কমিটি গঠন করবে?
[A] কর্ণাটক [B] পশ্চিমবঙ্গ [C] উত্তরপ্রদেশ [D] মহারাষ্ট্র9. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ POL NET 2.0 চালু করেছেন। POL NET 2.0 কিসের সাথে যুক্ত?
[A] পুলিশ অভিযোগ নিবন্ধন [B] রাজনৈতিক প্রচার [C] রাজনৈতিক নেটওয়ার্ক পরিষেবা [D] পুলিশ নেটওয়ার্ক পরিষেবা10. পালস পোলিও টিকাদান কর্মসূচি _______ ভারতে চালু হয়েছিল।
[A] ১৯৯২ সালে [B] ১৯৯৪ সালে [C] ১৯৯৩ সালে [D] ১৯৯৫ সালেDownload PDF File Details:
File Name: Daily Current Affairs Quiz in Bengali: 20 January
File Formate: PDF
No of Pages: 1
To Download Current Affairs PDF - Click Here