ব্রিটিশ গভর্নর ও গভর্নর জেনারেল তালিকা PDF

ব্রিটিশ গভর্নর ও গভর্নর জেনারেল তালিকা PDF – ভারতের আধুনিক ইতিহাসের একটি অন্যতম অধ্যায় হল গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয়। নিচে বাংলার প্রথম গভর্নর, গভর্নর জেলারল এবং ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল এবং ভাইসরয় সম্পর্কিত সমস্ত হয় দেওয়া হয়েছে।

সূচিপত্র

ব্রিটিশ গভর্নর ও গভর্নর জেনারেল তালিকা PDF

  • বাংলার গভর্নর জেনারেল (1773 – 1833): ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে “বাংলার গভর্নর” পদের মাধ্যমে বাংলায় শাসন শুরু করেছিল।(বাংলার প্রথম গভর্নর ছিলেন – রবার্ট ক্লাইভ।)
    কিন্তু Regulating Act 1973 পাশ হওয়ার পর “বাংলার গভর্নর” পদটি “বাংলার গভর্নর-জেনারেল” পদে রূপান্তরিত হয়।(বাংলার প্রথম গভর্নর-জেনারেল ছিলেন – ওয়ারেন হেস্টিংস)
  • ভারতের গভর্নর জেনারেল (1933-1858): 1833 সালের Charter Act -এর মাধ্যমে “বাংলার গভর্নর-জেনারেল”পদটি আরেকবার পরিবর্তিত হয়ে “ভারতের গভর্নর জেনারেল” হয়। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন – উইলিয়াম বেন্টিক।
  • ভারতের ভাইসরয় (1858-1947): Government of India Act 1858 পাশ হওয়ার পর “ভারতের গভর্নর জেনারেল” পদের নামটি পরিবর্তন করে “ভারতের ভাইসরয়” রাখা হয়। বৃটিশ সরকার সরাসরি ভাইসরয়দের নিযুক্ত করতেন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন – লর্ড ক্যানিং।

বাংলার গভর্নর

1. লর্ড ক্লাইভ – (1757 – 1760 সাল এবং 1765 – 1767 সাল)

  • বাংলার প্রথম গভর্নর

বাংলার গভর্নর জেনারেল তালিকা

1.ওয়ারেন হেস্টিংস (1772 – 1785 সাল)

  • বাংলার প্রথম গভর্নর জেনারেল
  • দ্বৈত শাসন ব্যবস্থার অবসান
  • ‘সলবাই চুক্তি’ স্বাক্ষর করে প্রথম ইংরেজ-মারাঠা যুদ্ধের অবসান।
  • ভগবৎ গীতার প্রথম ইংরেজি অনুবাদ।

2. স্যার জন ম্যাকফারসন (1785 – 1786 সাল)

  • স্যার জন ম্যাকফারসন সাময়িক ভাবে গভর্নর জেনারেল -এর দায়িত্বে ছিলেন।

3. লর্ড কর্নওয়ালিস (1786 – 1793 সাল)

  • অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন
  • সংস্কৃত কলেজে প্রতিষ্ঠা
  • চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন

4. স্যার জন শোর (1793 – 1798 সাল)

5. লর্ড ওয়েলেসলি (1798 – 1805 সাল)

  • চতুর্থ মহীশূর যুদ্ধ (1977)
  • দ্বিতীয় মারাঠা যুদ্ধ (1803-05)

6. স্যার জর্জ বারলো 1805 – 1807 সাল)

  • ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল।

7. লর্ড মিন্টো (1807 – 1813 সাল)

  • রঞ্জিত সিং -এর সঙ্গে অমৃতসর চুক্তি স্বাক্ষরিত হয়।
  • চতুর্থ ও শেষ ইংগ-মারাঠা যুদ্ধ সঙ্ঘটিত হয়।

8.  লর্ড হেস্টিংস (1813 – 1823 সাল)

  • ইংরেজ-নেপালি যুদ্ধ (1814-1816) এবং সাগাউলি চুক্তি দ্বারা যুদ্ধের অবসান।

9. লর্ড আমহের্স্ট (1805 – 1807 সাল)

ভারতের গভর্নর জেনারেল তালিকা

1. লর্ড উইলিয়াম বেন্টিক (1828 – 1835 সাল)

  • ভারতের প্রথম গভর্নর জেনারেল
  • সতীদাহ প্রথার অবসান ঘটান
  • বাংলার শেষ গভর্নর জেলারেল

2. লর্ড চার্লস মেটক্যাফে (1835 – 1836 সাল)

  • ভাষাভিত্তিক সবরকম বাধাকে সংবাদ মাধ্যম থেকে তুলে দেন। একে “Liberator of the Indian Press” নামে অভিহিত করা হয়।

3. লর্ড অকল্যান্ড (1836 – 1842 সাল)

  • প্রথম ইংরেজ-আফগান যুদ্ধ

4. লর্ড এলেনবড়ো (1842 – 1844 সাল)

5. লর্ড হার্ডিঞ্জ প্রথম (1844 – 1848 সাল)

  • প্রথম ইংরেজ-শিখ যুদ্ধ (1845-46)

6. লর্ড ডালহৌসি (1828 – 1835 সাল)

  • 1835 সালে ভারতে প্রথম রেল শুরু হয়  (মুম্বাই – থানে)
  • কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ সংযোগ শুরু হয় 1835 সালে
  • রুড়কী ইঞ্জিনিয়ারিং কলেজে প্রতিষ্টিত হয়।
  • দ্বিতীয় ইংরেজ-শিখ যুদ্ধ
  • বিধবা বিবাহ আইনের প্রবর্তন

7. লর্ড ক্যানিং (1856 – 1857 সাল)

  • ভারতের শেষ গভর্নর জেনারেল
  • কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
  • মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
  • বোম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

ভারতের ভাইসরয় তালিকা

1. লর্ড ক্যানিং (1858 – 1862 সাল)

  • ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। 
  • কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্টা। 

2. লর্ড এলগিন (1862 – 1863 সাল)

3. লর্ড লরেন্স (1864 – 1869 সাল)

  • ভুটান যুদ্ধ (1865)
  • ইউরোপের সঙ্গে টেলিগ্রাফ ব্যবস্থার প্রণয়ন
  • বন-সংরক্ষন বিভাগ চালু

4. লর্ড মেয়ো (1869 – 1872 সাল)

  • 1871 সালে ভারতের ইতিহাসে প্রথম আদমশুমারি শুরু হয়। 

5. লর্ড নর্থব্রুক (1872 – 1876 সাল)

6. লর্ড লিটন (1876 – 1880 সাল)

  • ভার্নাকুলার প্রেস অ্যাক্ট – 1878
  • আর্মস অ্যাক্ট – 1878
  • দ্বিতীয় আফগান যুদ্ধ – (1878-80)

7. লর্ড রিপন (1880 – 1884 সাল)

  • 1881 সালে শিশুশ্রম নিষিদ্ধ করার লক্ষে Factory Act প্রণয়ন। 
  • ‘স্থানীয় স্বায়িত্ব সরকার অ্যাক্ট’ – 1882
  • হান্টার কমিশনের অনুমদনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরের উন্নতির লক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

8. লর্ড ডাফরিন (1884 – 1888 সাল)

  • 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্টা 
  • তৃতীয় বার্মা যুদ্ধ 

9. লর্ড ল্যান্সডাউন (1888 – 1894 সাল)

  • 1891 সালে দ্বিতীয় Factory Act – এ মহিলা এবং শিশুদের কাজের সময় নির্দিষ্ট করা। 
  • 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ 

10. লর্ড এলগিন দ্বিতীয় (1894 – 1899 সাল)

11. লর্ড কার্জন (1899 – 1905 সাল)

  • 1902 সালে পুলিশ কমিশনের নিয়োগ। 
  • 1902 সালে বিশ্ববিদ্যালয় কমিশনের নিয়োগ। 
  • 1904 সালে Indian Universities Act -এর প্রণয়ন
  • 1905 সালের 16 অক্টোবর বাংলার বিভাজন।

12. লর্ড মিন্টো দ্বিতীয় (1905 – 1910 সাল)

  • স্বদেশী আন্দোলন (1905-11)
  • 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা
  • 1909 সালে মর্লে-মিন্টো পুনঃসংস্করন আইন পাশ। 

13. লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় (1910 – 1916 সাল)

  • 1911 সালে রাজধানী কোলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় 
  • 1911 সালে বঙ্গভঙ্গ রদ
  • 1915 সালে গান্ধীজির দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন। 

14. লর্ড চেমসফোর্ড (1916 – 1921 সাল)

  • 1919 সালে ‘রাওলাট আইন’ প্রণয়ন হয় 
  • 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালা ব্যাগের হত্যাকান্ড সঙ্ঘটিত হয়। 
  •  

15. লর্ড রিডিং (1921 – 1926 সাল)

  • 1922 সালে চৌরিচৌরা ঘটনা 
  • 1922 সালে গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার 
  • 1922 সালে স্বরাজ পার্টির প্রতিষ্টা
  • 1925 কাকড়ি ট্রেন ডাকাতি 

16. লর্ড আরউইন (1926 – 1931 সাল)

  • 1927 সালে সাইমন কমিশন ভারতে আসে 
  • 1928 নেহেরু রিপোর্ট প্রকাশিত হয় 
  • 1929 কংগ্রেসের লাহোর অধিবেশন সঙ্ঘটিত হয় 
  • 1930 সালের 12 মার্চ গান্দীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়। 
  • 1930 সালে আইন অমান্য আন্দোলন 
  • 1930 সালে প্রথম গোল টেবিল বৈঠক হয় 
  • 1931 সালে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 

17. লর্ড উইলিংডন (1931 – 1936 সাল)

  • 1931 লন্ডনে দ্বিতীয় গোল টেবিল বৈঠক 
  • 1932 পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 
  • 1932 তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়  
  • 1935 সালে “Government of India Act” চালু হয়। 

18. লর্ড লিংলিথগো (1936 – 1944 সাল)

  • 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 
  • 1940 মুসলিম লীগ পৃথক দেশের জন্য ‘লাহোর রেজুলেশন’ পাশ করে 
  • 1941 সালে ‘ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি’ -এর  গঠন হয় 
  • 1942 সালে করপিস মিশন বসে
  • 1942 ভারতছাড়ো আন্দোলন শুরু হয় 

19. লর্ড ওয়াভেল (1944 – 1947 সাল)

  • 1942 সালে ওয়াভেল পরিকল্পনা ও শিমলা বৈঠক 
  • 1944 সালে সি. রাজ্যপালআচারীর CR Formula 
  • 1946 ক্যাবিনেট মিশন পরিকল্পনা 
  • 1947 ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা 

20. লর্ড মাউন্টব্যাটেন (মার্চ, 1947 – আগস্ট, 1947 সাল)

  • ব্রিটিশের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 
  • 1947 সালের 15 আগস্ট ভারতের স্বাধীনতা। 

21. চক্রবর্তী রাজাগোপালচারী (1948 – 1950 সাল)

  • প্রথম ভারতীয় এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। 

গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা


#বাংলার গভর্নরকার্যকাল
1লর্ড ক্লাইভ(1757 – 1760 সাল এবং 1765 – 1767 সাল)
#বাংলার গভর্নর জেনারেলকার্যকাল
1ওয়ারেন হেস্টিংস(1772 – 1785 সাল)
2স্যার জন ম্যাকফারসন(1785 – 1786 সাল)
3লর্ড কর্নওয়ালিসলর্ড কর্নওয়ালিস (1786 – 1793 সাল)
4স্যার জন শোর(1793 – 1798 সাল)
5লর্ড ওয়েলেসলি(1798 – 1805 সাল)
6স্যার জর্জ বারলো(1805 – 1807 সাল)
7লর্ড মিন্টো(1807 – 1813 সাল)
8লর্ড হেস্টিংস(1813 – 1823 সাল)
9লর্ড আমহের্স্ট(1805 – 1807 সাল)
#ভারতের গভর্নর জেনারেলকার্যকাল
1লর্ড উইলিয়াম বেন্টিক(1828 – 1835 সাল)
2লর্ড চার্লস মেটক্যাফে(1835 – 1836 সাল)
3লর্ড অকল্যান্ড(1836 – 1842 সাল)
4লর্ড এলেনবড়ো(1842 – 1844 সাল)
5লর্ড হার্ডিঞ্জ প্রথম(1844 – 1848 সাল)
6লর্ড ডালহৌসি(1828 – 1835 সাল)
7লর্ড ক্যানিং(1856 – 1857 সাল)
#ভারতের ভাইসরয়কার্যকাল
1লর্ড ক্যানিং(1858 – 1862 সাল)
2লর্ড এলগিন(1862 – 1863 সাল)
3লর্ড লরেন্স(1864 – 1869 সাল)
4লর্ড মেয়ো(1869 – 1872 সাল)
5লর্ড নর্থব্রুক(1872 – 1876 সাল)
6লর্ড লিটন(1876 – 1880 সাল)
7লর্ড রিপন(1880 – 1884 সাল)
8লর্ড ডাফরিন(1884 – 1888 সাল)
9লর্ড ল্যান্সডাউন(1888 – 1894 সাল)
10লর্ড এলগিন দ্বিতীয়(1894 – 1899 সাল)
11লর্ড কার্জন(1899 – 1905 সাল)
12লর্ড মিন্টো দ্বিতীয়(1905 – 1910 সাল)
13লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়(1910 – 1916 সাল)
14লর্ড চেমসফোর্ড(1916 – 1921 সাল)
15লর্ড রিডিং(1921 – 1926 সাল)
16লর্ড আরউইন(1926 – 1931 সাল)
17লর্ড উইলিংডন(1931 – 1936 সাল)
18লর্ড লিংলিথগো(1936 – 1944 সাল)
19লর্ড ওয়াভেল(1944 – 1947 সাল)
20লর্ড মাউন্টব্যাটেন(মার্চ, 1947 – আগস্ট, 1947 সাল)
ব্রিটিশ গভর্নর ও গভর্নর জেনারেল তালিকা

ব্রিটিশ গভর্নর ও গভর্নর জেনারেল তালিকা PDF: Download

ভারতীয় ব্যক্তিদের বিখ্যাত ঐতিহাসিক উক্তি : Download


গভর্নর ও গভর্নর জেনারেল Q&A

Q 1. বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

উত্তরঃ বাংলার প্রথম গভর্নর ছিলেন – রবার্ট ক্লাইভ।

Q 2. বাংলার শেষ গভর্নর কে ছিলেন?

উত্তরঃ বাংলার শেষ গভর্নর ছিলেন – ওয়ারেন হেস্টিংস।

Q 3. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন – ওয়ারেন হেস্টিংস।

Q 4. বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন – লর্ড উইলিয়াম বেন্টিক।

Q 5. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন – লর্ড উইলিয়াম বেন্টিক।

Q 6. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন – লর্ড ক্যানিং।

Q 7. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তরঃ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন – লর্ড ক্যানিং।

Q 8. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

উত্তরঃ ভারতের শেষ ভাইসরয় ছিলেন – লর্ড মাউন্টব্যাটেন।

Q 9. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন – লর্ড মাউন্টব্যাটেন।

Q 10. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন – চক্রবর্তী রাজাগোপালচারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

fourteen − two =

Scroll to Top