RBI Governor List PDF in Bengali (1935-2021)

RBI Governor List PDF in Bengali -ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, RBI Act – 1934 -এর অধীনে “Hilton – Young Commission” -এর সুপারিশে 1 লা এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়। RBI প্রাথিমিক ভাবে প্রাইভেট ব্যাঙ্ক হিসাবে গঠিত হয় এবং স্বাধীনতার পর 1 লা 1949 সালে Reserve Bank of India (RBI) -এর জাতীয়করণ হয়। RBI -এর বর্তমান সদরদপ্তর মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই -এ অবস্থিত। কিন্তু প্রাথমিক ভাবে এটি প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। 1937 সালে RBI -এর স্থান্তারিত হয় মুম্বাই -এ।
RBI -এর প্রথম গভর্নর হলেন – অসবোর্ন স্মিথ এবং বর্তমান গভর্নর হলেন – শক্তিকান্ত দাস। 

RBI Governor List PDF in Bengali

নিচে RBI Governor List টি দেওয়া হল:

#গভর্নরকার্যকাল
1ওসবোর্ন স্মিথApril 1, 1935 – June 30, 1937
2জেমস ব্রাইড টেলরJuly 1, 1937 – February 17, 1943
3সি. ডি দেশমুখAugust 11, 1943 – June 30, 1949
4বেনেগাল রামা রাউJuly 1, 1949 – January 14, 1957
5কে. জি আম্বেগাঁওকারJanuary 14, 1957 – February 28, 1957
6এইচ. ভি. আর ল্যাঙ্গারMarch 1, 1957 – February 28, 1962
7পি. সি ভট্রাচার্যMarch 1, 1962 – June 30, 1967
8লক্ষি কান্ট ঝাJuly 1, 1967 – May 3, 1970
9বি. এন আদরকারMay 4, 1970 – June 15, 1970
10সারুক্কাই জগন্নাথানJune 16, 1970 – May 19, 1975
11এন. সি সেন গুপ্তMay 19, 1975 – August 19, 1975
12কে. আর পুরিAugust 20, 1975 – May 2, 1977
13এম. নারসিমহামMay 3, 1977 – November 30, 1977
14আই. জি প্যাটেলDecember 1, 1977 – September 15, 1982
15মনমোহন সিংSeptember 16, 1982 – January 14, 1985
16অমিতাভ ঘোষJanuary 15, 1985 – February 4, 1985
17আর. এন মালহোত্রাFebruary 4, 1985 – December 22, 1990
18এস. ভেঙ্কিটারামাননDecember 22, 1990 – December 21, 1992
19সি. রাঙ্গারাজনDecember 22, 1992 – November 21, 1997
20বিমল জালানNovember 22, 1997 – September 6, 2003
21ওয়াই. ভেনুগোপাল রেড্ডিSeptember 6, 2003 – September 5, 2008
22ডি. সুব্বারাওSeptember 5, 2008 – September 4, 2013
23রঘুরাম রাজনSeptember 4, 2013 – September 4, 2016
24উরজিৎ প্যাটেলSeptember 4, 2016 – December 10, 2018
25শক্তিকান্ত দাসDecember 12, 2018 – to date
RBI Governor List PDF in Bengali

RBI Governor List PDFDownload

Indian Finance Minister List PDF Download


RBI Governor List PDF – Q&A

Q 1. ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে?

উত্তরঃ ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন – শক্তিকান্ত দাস। 

Q 2. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?

উত্তরঃ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন – স্যার অসবোর্ন স্মিথ। 

Q 3. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে?

উত্তরঃ সি. ডি দেশমুখ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। 

Q 4. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা হয় কত সালে?

উত্তরঃ ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI Act – 1934 -এর অধীনে 1 লা এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়।

Q 5. কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয়?

উত্তরঃ 1 লা 1949 সালে Reserve Bank of India (RBI) -এর জাতীয়করণ হয়।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

twenty + 16 =

Scroll to Top