Sports GK in Bengali is the most important part of any kind of competitive exam. Today we sharing 40 Sports GK in Bengali MCQ Quiz. In this post, we also provide Sports GK in Bengali pdf Download Link.
আমাদের জনপ্রিয় পাতা গুলি হল – Current Affairs Quiz | Question Answer | Online Mock Test
Sports GK in Bengali
1. প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়?
[A] ৮৫০ খ্রিস্ট-পূর্ব [B] ৭৭৬ খ্রিস্ট-পূর্ব [C] ৯০০ খ্রিস্ট-পূর্ব [D] ৭০০ খ্রিস্ট-পূর্ব2. প্রথম “Asian Games” কোথায় অনুষ্ঠিত হয়?
[A] চীন [B] জাপান [C] সিঙ্গাপুর [D] ভারত3. ‘Tee’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] ক্রিকেট [B] গল্ফ4. নিচের কোন পুরস্কারটি খেলার সঙ্গে যুক্ত?
[A] জনপথ [B] অর্জুন [C] ভারতরত্ন [D] পরমবীরচক্র5. ভারতের খেলা গবেষণাগারটি কোথায় অবস্থিত?
[A] কোলকাতা [B] দেরাদুন [C] পাটিয়ালা6. কোন খেলোয়াড় ‘Flying Sikh’ নাম পরিচিত?
[A] যুবরাজ সিং [B] সচিন টেন্ডুলকার [C] সমসের সিং [D] মিল্কা সিং7. ‘Aga Khan Cup’ কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] ক্রিকেট [B] গল্ফ [C] ব্যাডমিন্টন [D] হকি8. আন্তর্জাতিক অলম্পিক খেলার সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] বেলজিয়াম [B] ফ্রান্স [C] ইংল্যান্ড [D] সুইজারল্যান্ড9. Tigerwood কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
[A] বক্সিং [B] হকি [C] ক্রিকেট [D] গল্ফ10. কবাডি খেলায় খেলোয়াড় থাকে___
[A] ৬ জন [B] ৭ জন [C] ৮ জন [D] ১১ জনSports GK in Bengali Quiz
11. দাবা খেলার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে?
[A] ৩২ টি [B] ৪৮ টি [C] ৫৬ টি [D] ৬৪ টি12. কোন বলের ব্যাস সবচেয়ে বেশি?
[A] ক্রিকেট [B] টেনিস [C] গলফ [D] স্কোয়াশ13. ১৯৩০ সালে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়___
[A] লন্ডন [B] সিডনি [C] স্কটল্যান্ড [D] হ্যামিল্টন14. ‘Caddle’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] ব্রিজ [B] পোলো [C] গল্ফ [D] বিলিয়ার্ডস15. মেজর ধ্যানচাঁদের আত্মজীবনীর যান কি?
[A] Hockey My Life [B] Me & My Hockey [C] Hockey Days [D] Goal16. ‘Cricket My Life’ বইটি কে লিখেছেন?
[A] অনিল কুম্বলে [B] কপিল দেব [C] সুনীল গাভাস্কার [D] সচিন টেন্ডুলকার17. ‘রঙ্গস্বামী কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] ব্যাডমিন্টন [B] টেনিস [C] পোলো [D] বাস্কেট বল18. ‘Sultan Azlan Shah Cup’ কোন সঙ্গে যুক্ত?
[A] ব্যাডমিন্টন [B] হকি [C] টেনিস [D] ফুটবল19. সচিন টেন্ডুলকার কোন দলের বিপক্ষে ১০০তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন?
[A] শ্রীলংকা [B] পাকিস্তান [C] ওয়েস্ট ইন্ডিজ [D] বাংলাদেশ20. ‘THE WORLD BENEATH HIS FEET’ কার আত্মজীবনী__
[A] Nawab Pataudi [B] Pulela Gopichand [C] Ajit Wadekar [D] Sachin TendulkarSports GK in Bengali MCQ
21. নীচের কোন ট্রফি ‘ফুটবল’ খেলার সাথে সম্পর্কিত?
[A] Everest Cup [B] Merdeka Cup [C] Mumbai Gold Cup [D] V.C.C. Cup22. ‘Snooker’-এ কতগুলি লাল বল রয়েছে?
[A] 13 [B] 15 [C] 17 [D] 1923. অধ্যাপক গুরু দত্ত সন্ধির নাম নিচের কোনটির প্রতিষ্টার সঙ্গে সম্পর্কিত?
[A] Asian Games Federation [B] Indian Premier League [C] Indian Badminton League [D] Olympic Association of India24. নিম্নলিখিত কোন ভারতীয় ক্রিকেটার IPL -এ প্রথম সেঞ্চুরি করেন?
[A] সচিন টেন্ডুলকার [B] গৌতম গম্বীর [C] মনীষ পান্ডে [D] রাহুল দ্রাবিড়25. “Magnus Carlsen” কোন খেলার একজন খেলোয়াড়?
[A] ক্রিকেট [B] টেনিস [C] পোলো [D] দাবা26. ‘Birdie’ ও ‘Eagle’ শব্দদুটি কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] বিলিয়ার্ডস [B] পোলো [C] দাবা [D] গল্ফ27. নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন?
[A] Geet Sethi [B] Viswanathan Anand [C] Karnam Malleswari [D] Nameirakpam Kunjarani28. “National Football Museum” কোন দেশে অবস্থিত?
[A] কানাডা [B] ইংল্যান্ড [C] সুইজারল্যান্ড [D] ফ্রান্স29. ‘International Cricket Council’ -এ প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন?
[A] Jag Mohan Dalmiya [B] Gavaskar [C] Sharad Pawar [D] Ray Mali30. কোন ভারতীয় প্রথম কোনও অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছে?
[A] Muhammad Aslam [B] Abhinav Bindra [C] Mohammed Shahid [D] Rajyavardhan Singh RathodeSports gk in Bengali Question Answer
31. ‘Rungrado May Day Stadium’ কোন দেশে অবস্থিত?
[A] North Korea [B] Thailand [C] China [D] South Korea32. ‘Gambit’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] টেবিল টেনিস [B] পোলো [C] ব্যাডমিন্টন [D] দাবা33. এক ওভারে ছয়টি ছক্কা মারার ক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান কে?
[A] Sachin Tendulkar [B] Garfield Sobers [C] Yuvraj Singh [D] Ted Alletson.34. ‘Rovers Cup’ কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] বাস্কেটবল [B] ফুটবল [C] ভলিবল [D] বিলিয়ার্ডস35. নিম্নলিখিত কোন খেলাটি আবিষ্কার করেছেন ‘James Naismith‘?
[A] Basket Ball [B] Football [C] Badminton [D] Ice Hockey36. নিম্নলিখিত কোনটি আগে ‘‘British Empire Games’’ নামে পরিচিত ছিল?
[A] Commonwealth Games [B] East Asian Games [C] Olympic Games [D] Southeast Asian Games37. স্বাধীন ভারতের কোন স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়?
[A] Gymkhana Ground, Mumbai [B] Feroz Shah Kotla, Delhi [C] Eden Gardens, Kolkata [D] M. A. Chidambaram Stadium, Chennai38. নিম্নলিখিত কোন খেলাধুলায় ‘Decision Referral System’ ব্যবহৃত হয়?
[A] Cricket [B] Hockey [C] Football [D] Basket Ball39. ‘Benson Hedges Cup’ কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] Football [B] Cricket [C] Hockey [D] Basket Ball40. ভারতের কোন খেলোয়াড় “Pocket Dynamo” নামে বিখ্যাত ছিল?
[A] Gurbux Singh [B] Leander Paes [C] Vijender Singh [D] KD Jadhav