সূচিপত্র
Indian History GK in Bengali Language
Today we are sharing Part -2 of History GK in Bengali. Indian History GK in Bengali Language will help you with your better preparation for your competitive exam. For example WBPSC, WBP, RAILWAY and Banking Sector. আমাদের জনপ্রিয় পাতা গুলি হল – Current Affairs Quiz | Question Answer | Online Mock Test
1. ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ কার লেখা?
[A] জয়দেব [B] ধোয়ী [C] উমাপতি ধর [D] বল্লাল সেন2. ভারতে কে প্রথম ডাক টিকিটের প্রচলন করেন?
[A] লর্ড কর্নওয়ালিশ [B] লর্ড ক্যানিং [C] লর্ড বেন্টিক [D] লর্ড ডালহৌসি3. ‘সফরনামা’ কে রচনা করেন?
[A] ফা হিয়েন [B] অলবিরুনি [C] ইবন বতুতা [D] হিউয়েনসাং4. ‘রেগুলেটিং অ্যাক্ট’ কত সালে কার্যকরী হয়?
[A] ১৭৬৫ সালে [B] ১৭৭০ সালে [C] ১৭৭৩ সালে [D] ১৭৭৫ সালে5. কুশান আমলের মুদ্রায় কোন দেবতার প্রতিমূর্তি পাওয়া যায়?
[A] শিব [B] অগ্নি [C] বায়ু [D] বিষ্ণুIndian History GK in Bengali Language
6. পানিপথের প্রথম যুদ্ধের পরের বছর কোন যুদ্ধ সংঘটিত হয়?
[A] ঘর্ঘরার যুদ্ধ [B] হলদিঘাটের যুদ্ধ [C] কনৌজের যুদ্ধ [D] খানুয়ার যুদ্ধ7. ‘পুরন্দরের সন্ধি’ ঔরঙ্গজেব ও কার মধ্যে হয়?
[A] সিরাজ-উদ-দৌলা [B] নাদির শাহ [C] মহম্মদ ঘোরী [D] শিবাজী8. কোন সুলতানের শাসনকালে ‘চল্লিশ চক্র’ গঠিত হয়?
[A] গিয়াসুদ্দিন বলবন [B] আলালউদ্দিন খলজি [C] মহম্মদ বিন তুঘলক [D] ইলতুৎমিস9. ‘মিত্রমেলা’ নামক সমিতি কে গঠন করেন?
[A] বারিন্দকুমার ঘোষ [B] অরবিন্দ ঘোষ [C] বিনায়ক দামোদর সাভারকার [D] লালা লাজপৎ রায়10. বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১ সালের কত তারিখে?
[A] ১২ আগস্ট [B] ১২ সেপ্টেম্বর [C] ১২ অক্টোবর [D] ১২ ডিসেম্বরIndian History GK in Bengali Language
11. ‘রাইটার্সের অলিন্দ যুদ্ধে’ কে বা কারা যুক্ত ছিল?
[A] প্রফুল চাকী [B] বিনয়-বাদল-দীনেশ [C] রাসবিহারী বসু ও প্রফুল চাকী [D] চিত্তরঞ্জন দাশ12. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?
[A] ১৯০৯ সালে [B] ১৯১৪ সালে [C] ১৯১৯ সালে [D] ১৯২১ সালে13. ‘হাতিগুম্ফা’ লিপিতে কার প্রশস্তি করা হয়?
[A] গৌতমীপুত্র সাতকর্ণী [B] কনিষ্ক রাজ্ খারবেল [C] রুদ্রদামন [D] দ্বিতীয় পুলকেশী14. বিক্রমশীলা মহাবিহার কার নামানুসারে প্রতিষ্টিত হয়?
[A] বল্লাল সেন [B] দ্বিতীয় পুলকেশী [C] কনিষ্ক [D] ধর্মপাল15. বক্সারের যুদ্ধ কত সালে ঘটে?
[A] ১৭৫৭ সালে [B] ১৭৬৩ সালে [C] ১৭৬৪ সালে [D] ১৭৬৫ সালেIndian History GK in Bengali Language
16. ‘চিলিয়ানওয়ালার যুদ্ধে’ ডালহৌসি কাদের বিরুদ্ধে জয়লাভ করেন?
[A] মারাঠা [B] শিখ [C] দিল্লির সুলতান [D] কোনটিই নয়17. ‘ফরাজী’ শব্দের অর্থ কি?
[A] ইসলাম নির্ভর পবিত্র বিদ্রোহ [B] ইসলামের পবিত্র আদর্শ বিশ্বাস [C] শরীয়তনামা [D] জমি নির্ভর বিদ্রোহ18. ‘বিধবা বিবাহ আইন’ কর সালে পাশ হয়?
[A] ১৮২৯ সালে [B] ১৮৪০ সালে [C] ১৮৫৭ সালে [D] ১৮৫৬ সালে19. হিন্দু কলেজের প্রতিষ্টা হয় কত সালে?
[A] ১৭৭৬ সালে [B] ১৮১৩ সালে [C] ১৮১৭ সালে [D] ১৮২৪ সালে20. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থান্তরিত হয় কত সালে?
[A] ১৯০৫ সালে [B] ১৯১০ সালে [C] ১৯১২ সালে [D] ১৯১১ সালেIndian History GK in Bengali Language
21. ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে?
[A] অশ্বিনী কুমার দত্ত [B] সতীশ চন্দ্র বসু [C] কৃষকুমার মিত্র [D] সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়22. ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
[A] ১৮৭৬ সালে [B] ১৮৮৫ সালে [C] ১৮৯৭ সালে [D] ১৮৯৯ সালে23. মিত্রপক্ষের ভার্সাই চুক্তি কতসালে স্বাক্ষরিত হয়?
[A] ১৮৭১ সালে [B] ১৮৮৭ সালে [C] ১৯১৯ সালে [D] ১৯২১ সালে24. বিজয় সেন ও লক্ষণ সেন কোন ধর্ম মতে বিশ্বাসি ছিলেন?
[A] শৈব [B] বৈষ্ণব [C] বৌদ্ধ [D] জৈন25. আকবর কতবছর বয়সে সিংহাসন বসেন?
[A] ৭ বছর [B] ৮ বছর [C] ১৩ বছর [D] ১৪ বছরIndian History GK in Bengali Language
26. আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলে?
[A] রঞ্জিত সিং [B] গুরু নানাক [C] লর্ড ওয়েলেসলি [D] লর্ড ডালহৌসি27. রাওলাট আইন কত সালে পাশ হয়?
[A] ১৯১৭ সালে [B] ১৯১৯ সালে [C] ১৯২১ সালে [D] ১৯২৩ আলে28. সম্রাট অশোকের উত্তরসূরি ছিলেন___
[A] চন্দ্রগুপ্ত [B] বিন্দুসার [C] সুশিমা [D] দশরথ29. ভাস্কো ডা গামা কবে ভারতে পদার্পন করেন?
[A] ১৪৯২ আলে [B] ১৪৯৬ সালে [C] ১৪৯৮ সালে [D] ১৪৯৯ সালে30. বুদ্ধ জন্মগ্রহন করেন___
[A] খ্রিষ্টপূর্ব ৫৮১ [B] খ্রিষ্টপূর্ব ৫৩৪ [C] খ্রিষ্টপূর্ব ৫৬৭ [D] খ্রিষ্টপূর্ব ৫৭৬Indian History GK in Bengali Language
31. পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়___
[A] ১৫২৬ সালে [B] ১৫৫৭ সালে [C] ১৫৫৬ সালে [D] ১৫৫৫ সালে32. গান্ধী-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
[A] ১৯২৯ সালে [B] ১৯৩০ সালে [C] ১৯৩১ সালে [D] ১৯৩৩ সালে33. স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়?
[A] ১ জুলাই, ১৯০৭ সালে [B] ১ আগস্ট, ১৯০৮ সালে [C] ১ এপ্রিল, ১৯০৮ সালে [D] ১ মে, ১৯০৭ সালে34. স্বরাজ পার্টি কে প্রতিষ্টা করেন?
[A] সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় [B] হাকিম আলমল খান [C] বাল গঙ্গাধর তিলক [D] চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু35. কোন জাতীয় নেতা লোকমান্য নাম পরিচিত ছিলেন?
[A] লালা লাজপৎ রায় [B] চিত্তরঞ্জন দাস [C] বাল গঙ্গাধর তিলক [D] বিপিন চন্দ্র পালIndian History GK in Bengali Language
36. দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থান্তরিত করেন?
[A] ইলতুৎমিশ [B] ফিরোজশাহ তুঘলক [C] মহম্মদ বিন তুঘলক [D] বলবন37. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
[A] হেমচন্দ্র [B] স্থূলবাহু [C] ঋষভদেব [D] অগ্নিসার38. চৌরিচেরার ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়?
[A] ভারতছাড়ো আন্দোলন [B] খিলাফৎ আন্দোলন [C] অসহযোগ আন্দোলন [D] হোমরুল আন্দোলন39. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের আদেশ দিয়েছিলেন কে?
[A] লর্ড মাউন্টব্যাটেন [B] লর্ড লিথিনগো [C] লর্ড মেকলে [D] লর্ড কার্জন40. রাজতরঙ্গিণীর লেখক হলেন?
[A] কালিদাস [B] কলহন [C] ভাস্করাচার্য [D] চার্বাকIndian History GK in Bengali Language
41. ভারত সরাসরি ব্রিটিশ রাজের শাসনাধীন হয়েছিল কত সালে?
[A] ১৮৫৭ সালে [B] ১৮৫৮ সালে [C] ১৮৫৯ সালে [D] ১৯৫৩ সালে42. ‘জয় জওয়ান; জয় কিষান’ এই বিখ্যাত উক্তিটি কার?
[A] জহরলাল নেহেরু [B] ইন্দিরা গান্ধী [C] মোরারজি দেশাই [D] লাল বাহাদুর শাস্ত্রী43. শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
[A] ১৭৯২ সালে [B] ১৭৯৩ সালে [C] ১৭৯৪ সালে [D] ১৭৯৫ সালে44. ‘আইন-ই-আকবরী’ -এর লেখক হলেন?
[A] আকবর [B] বীরবল [C] টোডরমল [D] আবুল ফজল45. মহরানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল?
[A] শেরা [B] চেতক [C] বায়ু [D] জীবনIndian History GK in Bengali Language
46. কোন স্থানে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন?
[A] অমরনাথ [B] বুদ্ধ গয়া [C] কুশীনগর [D] লুম্বিনী47. স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
[A] রাজাজী [B] লর্ড মাউন্টব্যাটেন [C] রাজেন্দ্রপ্রসাদ [D] লর্ড ওয়েভেল48. শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন____
[A] ঋষভনাথ [B] মহাবীর [C] পার্শ্বনাথ [D] সারিপুত্ত49. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন___
[A] সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় [B] দাদাভাই নৌরাজি [C] মহাত্মা গান্ধী [D] উমেশচন্দ্র বন্দোপাধ্যায়50. ‘অধীনতামূলক মিত্রতা নীতি’ কে প্রবর্তন করেন?
[A] লর্ড ডালহৌসি [B] লর্ড রিপন [C] লর্ড মিন্টো [D] লর্ড ওয়েলেসলি