ভারতের সরকারি ও বে-সরকারি ব্যাংকের তালিকা 2020

ভারতের সরকারি ও বে-সরকারি ব্যাংকের তালিকা

ভারতের সরকারি ও বে-সরকারি ব্যাংকের তালিকা: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) হল ভারতের সমস্ত ব্যাংকগুলির নিয়ন্ত্রণ কর্তা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা হয় – 1935 সালে।ভারতের ব্যাংকগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়. *Join Telegram*

1. Public Sector Bank বা সরকারি ব্যাঙ্ক: Public Sector Banker বেশির ভাগ অংশীদারিত্ব সরাকরে কাছে থাকে। সে কারনে একে সরকারি ব্যাঙ্ক ও বলা যায়। 

2. Privet Sector Bank বা বে-সরকারি ব্যাঙ্ক: Privet Sector Banker বেশির ভাগ অংশীদারিত্ব সরাকরে কাছে থাকে না । সে কারনে একে বে-সরকারি ব্যাঙ্ক ও বলা যায়। 


List of Public Sector Banks in India 2020


ব্যাংকের নামপ্রতিষ্ঠাসদর দপ্তর
1. Bank of Baroda1908ভাডোদারা, গুজরাট
2. Bank of India1906মুম্বাই, মহারাষ্ট্র
3. Bank of Maharashtra1935পুনে, মহারাষ্ট্র
4. Canara Bank1906বেঙ্গালুরু, কর্ণাটক
5. Central Bank of India1911মুম্বাই, মহারাষ্ট্র
6.Indian Bank1907চেন্নাই, তামিলনাড়ু
7.Indian Overseas Bank1937চেন্নাই, তামিলনাড়ু
8. Punjab and Sind Bank1908নিউ দিল্লি, দিল্লি
9.Punjab National Bank1894নিউ দিল্লি, দিল্লি
10.State Bank of India1955মুম্বাই, মহারাষ্ট্র
11.UCO Bank1943কোলকাতা, পশ্চিমবঙ্গ
12.Union Bank of India1919মুম্বাই, মহারাষ্ট্র

List of Privet Sector Banks in India 2020


ব্যাংকের নামপ্রতিষ্ঠাসদর দপ্তর
1. Axis Bank1993মুম্বাই, মহারাষ্ট্র
2. Bandhan Bank2015কোলকাতা, পশ্চিমবঙ্গ
3. City Union Bank1904থাঞ্জাভুর, তামিলনাড়ু
4. Dhanlaxmi Bank1927থ্রিসসুর, কেরালা
5. Federal Bank1931আলুভা, কেরালা
6. HDFC Bank1994মুম্বাই, মহারাষ্ট্র
7. ICICI Bank1994মুম্বাই, মহারাষ্ট্র
8. IndusInd Bank1964মুম্বাই, মহারাষ্ট্র
9. Jammu & Kashmir Bank1938শ্রীনগর
10. Karnataka Bank1924ম্যাঙ্গালুরু, কর্ণাটক
11. Kotak Mahindra Bank2003মুম্বাই, মহারাষ্ট্র
13. Lakshmi Vilas Bank1926চেন্নাই, তামিলনাড়ু
14. Nainital bank1922নৈনিতাল, উত্তরাখন্ড
15. YES Bank2004মুম্বাই, মহারাষ্ট্র
16. IDBI Bank1964মুম্বাই, মহারাষ্ট্র

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 15 =

Scroll to Top