ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ২
ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ২ : ভারতীয় সংবিধানের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই অপরিসীম। ভারতীয় সংবিধান একটি বৃহৎ বিষয়। পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা অধ্যায় ভিত্তিক ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ২ নিয়ে এসেছি। আশা রাখি এই প্রশ-গুলি তোমাদের ভালো লাগবে।
অধ্যায় – গণপরিষদ গঠন ও সংবিধান রচনার প্রক্রিয়া
1) গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল__
[A] ৩০০ জন
[B] ৩০৪ জন
[C] ৩৮৯ জন
[D] ৩১০ জন
2) গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন?
[A] ড: রাজেন্দ্র প্রসাদ
[B] বি. আর. আম্বেদকর
[C] সচ্চিদানন্দ সিনহা
[D] এইচ. ভি. কামাথ
3) ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের কতদিন সময় লেগেছিল?
[A] ২ বছর ৭ মাস ৫ দিন
[B] ২ বছর ১১ মাস ১৭ দিন
[C] ২ বছর ৪ মাস ৯ দিন
[D] ২ বছর ১১ মাস ১০ দিন
4) গণপরিষদের সভাপতি কে ছিলেন?
[A] বি. আর আম্বেদকর
[B] সি. রাজাগোপালচারী
[C] আবুল কালাম আজাদ
[D] রাজেন্দ্র প্রাসাদ
5) গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল?
[A] ৭ টি
[B] ৯ টি
[C] ১৩ টি
[D] ১৭ টি
6) গণপরিষদে ব্রিটিশ শাসিত প্রদেশগুলির জন্য নির্ধারিত আসন সংখ্যা ছিল_
[A] 292 টি
[B] 293 টি
[C] 294 টি
[D] 295 টি
7) গণপরিষদের প্রথম অধিবেশন বসে__
[A] ১৯৪৬ সালের, ৯ ডিসেম্বর
[B] ১৯৪৬ সালের, ১৫ নভেম্বর
[C] ১৯৪৬ সালের, ১০ ডিসেম্বর
[D] ১৯৪৬ সালের, ৯ নভেম্বর
সংবিধান প্রশ্ন উত্তর pdf
8) কবে গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয়?
[A] ১৯৪৮ সালের ১৫ জানুয়ারী
[B] ১৯৪৮ সালের ২১ ফেব্রুয়ারী
[C] ১৯৪৮ সালের ১৭ ফেব্রুয়ারী
[D] ১৯৪৮ সালের ১১ জানুয়ারী
9) খসড়া সংবিধানে সর্বমোট কয়টি ধারা ও তফসিল ছিল?
[A] ৩১৫ টি ধারা ও ১০ টি তফসিল
[B] ৩১২ টি ধারা ও ১৩ টি তফসিল
[C] ৩১৪ টি ধারা ও ১১ টি তফসিল
[D] ৩১৫ টি ধারা ও ১৩ টি তফসিল
10) কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়?
[A] ১৯৪৮ সালের ২৬ জুন
[B] ১৯৪৯ সালের ২৬ আগস্ট
[C] ১৯৪৯ সালের ২৬ জানুয়ারী
[D] ১৯৪৯ সালের ২৬ নভেম্বর
11) ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়?
[A] ১৯৫০ সালের ২৩ জানুয়ারী
[B] ১৯৫০ সালের ২৬ জানুয়ারী
[C] ১৯৫০ সালের ১৫ আগস্ট
[D] ১৯৪৭ সালের ১৫ আগস্ট
12) কবে গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়?
[A] ১৯৫০ সালের ২৩ জানুয়ারী
[B] ১৯৫০ সালের ২৪ জানুয়ারী
[C] ১৯৫০ সালের ২৫ জানুয়ারী
[D] ১৯৫০ সালের ২৬ জানুয়ারী
13) গণপরিষদের সর্বমোট কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়?
[A] ৮ টি
[B] ৯ টি
[C] ১০ টি
[D] ১১ টি
14) ভারতীয় গণপরিষদে কবে জাতীয় পতাকা গৃহীত হয়?
[A] ১৯৪৭ সালের ১৯ জুন
[B] ১৯৪৭ সালের ২২ জুলাই
[C] ১৯৪৭ সালের ১৫ আগস্ট
[D] ১৯৫০ সালের ৩ অক্টোবর
15) ‘Father of Indian Constitution’ নামে পরিচিত?
[A] বি. আর আম্বেদকর
[B] ড: রাজেন্দ্র প্রসাদ
[C] পন্ডিত জওহরলাল নেহেরু
[D] সর্দার বল্লভভাই প্যাটেল