ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ৪
ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ৪ : ভারতীয় সংবিধানের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই অপরিসীম। ভারতীয় সংবিধান একটি বৃহৎ বিষয়। পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা অধ্যায় ভিত্তিক ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ৪ নিয়ে এসেছি। আশা রাখি এই প্রশ-গুলি তোমাদের ভালো লাগবে।
অধ্যায় – ভারতের অঙ্গরাজ্য ও নাগরিকত্ব
1) “রাজ্য পুনর্গঠন আইন” পাশ হয়__
[A] ১৯৫৩ সালে
[B] ১৯৫৪ সালে
[C] ১৯৫৫ সালে
[D] ১৯৫৬ সালে
2) ‘রাজ্য পুনর্গঠন আইন – ১৯৫৬’ অনুযায়ী কয়টি রাজ্য গঠিত হয়?
[A] ১৩ টি
[B] ১৪ টি
[C] ১৫ টি
[D] ১৬ টি
3) ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি?
[A] হরিয়ানা
[B] মাদ্রাজ
[C] পাঞ্জাব
[D] অন্ধ্রপ্রদেশ
4) কত সালে ‘উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল’ (NEFA) গঠিত হয়?
[A] ১৯৫৫ সালে
[B] ১৯৫৬ সালে
[C] ১৯৫৭ সালে
[D] ১৯৬১ সালে
5) ‘বোম্বাই’ রাজ্য ভেঙে কোন দুটি রাজ্যের সৃষ্টি হয়?
[A] মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ
[B] মহারাষ্ট্র ও গুজরাট
[C] মহারাষ্ট্র ও গোয়া
[D] মহারাষ্ট্র ও কর্ণাটক
6) ভারতের নবীনতম রাজ্যটি হল_
[A] ছত্তিসগড়
[B] ঝাড়খন্ড
[C] তেলেঙ্গানা
[D] উত্তরাখন্ড
7) ‘নাগাল্যান্ড’ কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?
[A] ১৯৬০ সালে
[B] ১৯৬২ সালে
[C] ১৯৬৪ সালে
[D] ১৯৬৩ সালে
8) ‘পূর্ব-পাঞ্জাব’ বিভক্ত হয়ে কোন দুটি রাজ্য গঠিত হয়?
[A] পাঞ্জাব ও দিল্লি
[B] পাঞ্জাব ও রাজস্থান
[C] পাঞ্জাব ও জম্মু
[D] পাঞ্জাব ও হরিয়ানা
9) কত সালে চন্ডিগড় কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে?
[A] ১৯৫৬ সালে
[B] ১৯৬৬ সালে
[C] ১৯৬৭ সালে
[D] ১৯৭১ সালে
10) কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে?
[A] আন্দামান
[B] দমন ও ডিউ
[C] দিল্লি
[D] চন্ডিগড়
11) ভারতের নাগরিকত্ব আইন কবে পাশ হয়?
[A] ১৯৪২ সালে
[B] ১৯৫৫ সালে
[C] ১৯৬১ সালে
[D] ১৯৭১ সালে
12) ভারতের প্রথম নাগরিক বলা হয়__
[A] প্রধানমন্ত্রীকে
[B] রাষ্ট্রপতিকে
[C] উপ-রাষ্ট্রপতিকে
[D] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে
13) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার-এর নূন্যতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছে?
[A] ৫২ তম সংশোধনী
[B] ৬৮ তম সংশোধনী
[C] ৬১ তম সংশোধনী
[D] ৪৬ তম সংশোধনী
14) গোয়া কতসালে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়?
[A] ১৯৭৭ সালে
[B] ১৯৮৮ সালে
[C] ১৯৮৭ সালে
[D] ১৯৯৯ সালে
15) কত সালে সিকিম রাজ্যের স্বীকৃতি পায়?
[A] ১৯৭৩ সালে
[B] ১৯৭৪ সালে
[C] ১৯৭৫ সালে
[D] ১৯৭৬ সালে