Indian Constitution Bengali Question And Answer
Indian Constitution Bengali Question And Answer is for all kind of State level Competitive Exam. For, WBPSC, WBP CONSTABLE, RAILWAY FROUP -D, WBCS and more.
Home >Question Answer >Indian Constitution Bengali Question And Answer
1. গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন?
[A] ড: বি. আর. আম্বেদকর [B] ড: রাজেন্দ্র প্রাসাদ [C] সর্দার বল্লভ ভাই প্যাটেল [D] সচ্চিদানন্দ সিনহা2. “আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার” কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে?
[A] গ্রেট ব্রিটেন [B] মার্কিন যুক্তরাষ্ট্র [C] চীন [D] আয়ারল্যান্ড3. উপরাষ্ট্রপতির পদচ্যূতির প্রস্তাব কোন কক্ষে উত্থাপিত হয়?
[A] লোকসভায় [B] রাজ্যসভায় [C] বিধানসভায় [D] রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় না।4. লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
[A] রাজ্যপাল [B] রাষ্ট্রপতি [C] উপরাষ্ট্রপতি [D] স্পিকার ও অধ্যক্ষ5. বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কে নিয়োগ করেন?
[A] রাষ্ট্রপতি [B] রাজ্যপাল [C] মুখ্যমন্ত্রী [D] প্রধানমন্ত্রী6. বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত?
[A] ২১ টি [B] ২২ টি [C] ২৩ টি [D] ২৫ টি7. মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নির্বাচিত হন?
[A] ৪ বছর [B] ৫ বছর [C] ৬ বছর [D] ১০ বছর8. ভারতের সংবিধানের কোন তফশিলে আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে?
[A] ষষ্ঠ তফশিলে [B] সপ্তম তফশিলে [C] অষ্টম তফশিলে [D] দ্বাদশ তফশিলে9. পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্বশাসন ব্যবস্থার কাঠামোটি কয়টি স্তরবিশিষ্ঠ?
[A] দুটি [B] তিনটি [C] চারটি [D] একটি10. ভারতের সংবিধানে কয়টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টিত হয়েছে?
[A] একটি [B] দুইটি [C] তিনটি [D] সাতটি