Indian Constitution MCQ in Bengali
Indian Constitution MCQ in Bengali is for all kind of Competitive Exam. Like WBPSC, WBP CONSTABLE, WBCS.Indian Constitution MCQ in Bengali PDF
Home >Question Answer> Indian Constitution MCQ in Bengali
1. ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি ধারা ও কয়টি তফশিল আছে?
[A] ৩৯৫ টি ধারা ও ৮ টি তফশিল [B] ৪৪৮ টি ধারা ও ৮ টি তফশিল [C] ৪৪৪ টি ধারা ও ৮ টি তফশিল [D] ৪৬৫ টি ধারা ও ১২ টি তফশিল2. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন (Union of States) আখ্যা দেওয়া হয়েছে?
[A] 1 (1) ধারা [B] 1 (3) ধারা [C] 3 (1) নং ধারা [D] 3 নং ধারা3. ভোটদানের অধিকার কি মৌলিক অধিকার?
[A] হ্যাঁ [B] না [C] আংশিক [D] সংবিধানে নির্দিষ্ঠ নেই4. ভারতের গণপরিষদ কবে গঠিত হয়?
[A] 1946 সালের, 9 ডিসেম্বর[B] 1946 সালের, 11 ডিসেম্বর
[C] 1947 সালের, 9 ডিসেম্বর [D] 1947 সালের, 11 ডিসেম্বর5. শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত?
[A] কেন্দ্রীয় তালিকা [B] রাজ্য তালিকা [C] যুগ্ম তালিকা [D] কোনটিই নয়6. ভারতের প্রকৃত শাসক কে?
[A] রাষ্ট্রপতি [B] প্রধানমন্তী [C] এটর্নি জেনারেল [D] স্বরাষ্ট্র সচিব7. লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
[A] ৪ বছর [B] ৫ বছর [C] ৬ বছর [D] ৭ বছর8. অঙ্গরাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন?
[A] প্রধানমন্তী [B] মুখ্যমন্ত্রী [C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি [D] রাষ্ট্রপতি9. পশ্চিমবঙ্গে এককক্ষ বিশিষ্ঠ আইনসভা কবে প্রবর্তিত হয়?
[A] ১৯৭১ সালে [B] ১৯৬৯ সালে [C] ১৯৭৩ সালে [D] ১৯৭৫ সালে10. বিচারবিভাগীয় সংস্কারের বিষয়টি কেন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
[A] গ্রেট ব্রিটেন [B] মার্কিন যুক্তরাষ্ট্র [C] ফ্রান্স [D] চীন