Indian Polity MCQ in Bengali

31. ভারতীয় সংবিধানের কোন ধারায় “ভারতের কন্ট্রোলার ও এডিটর জেনারেল” –এর নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে?

[A] 78 নং ধারায় 

[B] 148 নং ধারায় 

[C] 178 নং ধারায় 

[D] 238 নং ধারায় 

Show Ans

Correct Answer: [B] 148 নং ধারায় 

32. প্রধানমন্ত্রী ইস্তফা দিলে বা তার তাঁর মৃত্যু হলে 

[A] ক্যাবিনেট অন্য্ নেতা বা নেত্রী বেঁছে নেন 

[B] নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্টিত হয় 

[C] মন্ত্রীসভা ভেঙে যায় 

[D] রাষ্ট্রপতি শাসন জারি হয় 

Show Ans

Correct Answer: [C] মন্ত্রীসভা ভেঙে যায় 

33. নিম্নলিখিত জরুরি অবস্থা গুলির মধ্যে কোনটি সর্বাধিক ঘোষিত হয়েছে?

[A] জাতীয় জরুরি অবস্থা 

[B] রাষ্ট্রপতির শাসন 

[C] আর্থিক জরুরী অবস্থা 

[D] তিনটিই, সমান সংখ্যক বার 

Show Ans

Correct Answer: [B] রাষ্ট্রপতির শাসন 

34. নিম্নলিখিত কার সুপারিশের ভিত্তিতে সংসদ, রাজ্য  বিধান পরিষদের অবলুপ্তি ঘটাতে পারে?

[A] রাষ্ট্রপতি 

[B] রাজ্যপাল 

[C] রাজ্য বিধানসভা 

[D] কোনটিই নয় 

Show Ans

Correct Answer: [B] রাজ্যপাল 

35. সংসদের উভয় কক্ষে মনোনীত স্যাসদের সর্বাধিক সংখ্যা হতে পারে 

[A] 10 জন 

[B] 12 জন 

[C] 14 জন 

[D] 20 জন 

Show Ans

Correct Answer: [C] 14 জন 

Scroll to Top