Current Affairs in Bengali:12 December
Current Affairs in Bengali:12 December 2019: এই Current Affairs বিভাগটি হল, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের সঠিক তথ্য দিয়ে একটু সাহায্য করা। প্রতিযোগিতমূলক পরীক্ষা, যেমন- WBCS, WBP, PSC, SSC, Railway, Bank, etc.
1. দক্ষিণ এশিয়ান গেমসের ১৩ তম আসরে ভারত কতটি পদক জিতেছে?
[A] 259 টি
[B] 351 টি
[C] 130 টি
[D] 312 টি
2. কোন বলিউড অভিনেতা National Anti-Doping Agency (NADA) -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন?
[A] সালমান খান
[B] অজয় দেবগান
[C] সুনীল শেঠি
[D] অক্ষয় কুমার
3. ভারত South Asian Games 2019 -এ কোন ক্রীড়ায় সর্বাধিক স্বর্ণপদক জিতেছে?
[A] রেসলিং
[B] অ্যাথলেটিক্স
[C] সাঁতার
[D] শুটিং
4. প্রতি বছর আন্তর্জাতিক পর্বতমালা দিবস কবে পালন করা হয়?
[A] 11 ডিসেম্বর
[B] 10 ডিসেম্বর
[C] 8 ডিসেম্বর
[D] 9 ডিসেম্বর
5. ‘The Diwali – Power of One- 2019’ পুরষ্কারটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
[A] মেলবোর্ন
[B] নিউইয়র্ক
[C] নিউ দিল্লী
[D] লন্ডন
6. কোন দেশ সম্প্রতি 27 বছরের মধ্যে প্রথম পোলিওর ঘটনাটি রেকর্ড করেছে?
[A] সিঙ্গাপুর
[B] ভিয়েতনাম
[C] ইন্দোনেশিয়া
[D] মালয়েশিয়া
7. কোন স্থানটি বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া পর্যটন গন্তব্য হিসাবে নির্বাচিত হয়েছে?
[A] Buenos Aires
[B] Abu Dhabi
[C] Bali
[D] Dubai
8. সর্বশেষতম SIPRI রিপোর্ট অনুসারে, বিশ্বের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক কে?
[A] Smith & Wesson
[B] Sturm, Ruger & Co.
[C] Lockheed Martin
[D] BAE Systems
9. Bharti Airtel সম্প্রতি ভারতের কোন শহরে Wi-Fi Calling পরিষেবা চালু করেছে?
[A] পুনে
[B] নিউ দিল্লি
[C] মুম্বাই
[D] হায়দ্রাবাদ
10. কোন শহর ‘FICCI ARISE Conference 2019’ আয়োজন করেছে?
[A] সোনিপথ
[B] গুরুগ্রাম
[C] নয়ডা
[D] নিউ দিল্লী
- Current Affairs in Bengali: 11 December New
- Current Affairs in Bengali: 10 December
- Current Affairs in Bengali: 8-9 December
- Current Affairs in Bengali: 7th December
- Current Affairs in Bengali: 6th December
- Current Affairs in Bengali: 5th December
- Current Affairs in Bengali: 4th December
- Current Affairs in Bengali: 3rd December
- Current Affairs in Bengali: 2nd December
- Current Affairs in Bengali: 1st December