List of High Courts in India 2020: Today we share List of High Courts in India 2020 (ভারতবর্ষের হাইকোর্টের তালিকা) and Some Important Facts about Indian High Court. We hope it will be helpful to gain your General Knowledge in India.
List of High Courts in India 2020
নাম | প্রতিষ্ঠাকাল | এক্তিয়ারভুক্ত অঞ্চল |
---|---|---|
এলাহাবাদ হাইকোর্ট | ১৭ ই মার্চ ১৮৬৬ | উত্তরপ্রদেশ |
আন্ধ্রপ্রদেশ হাইকোর্ট | ১ লা জানুয়ারী ২০১৯ | আন্ধ্রপ্রদেশ |
বম্বে হাইকোর্ট | ১৪ অগাস্ট ১৮৬২ | মহারাষ্ট্র, গোয়া, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি |
ক্যালকাটা হাইকোর্ট | ১ জুলাই ১৮৬২ | পশ্চিমবঙ্গ, আন্দামাঞ্জ ও নিকবর দ্বীপপুঞ্জ |
ছত্তিসগড় হাইকোর্ট | ১ নভেম্বর ২০০০ | ছত্তিশগড় |
দিল্লী হাইকোর্ট | ৩১ অক্টোবর ১৯৬৬ | দিল্লী |
গৌহাটি হাইকোর্ট | ১ মার্চ ১৯৪৮ | অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও নাগাল্যান্ড |
গুজরাট হাইকোর্ট | ১ মে ১৯৬০ | গুজরাট |
হিমাচল প্রদেশ হাইকোর্ট | ২৫ জানুয়ারী ১৯৭১ | হিমাচল প্রদেশ |
জম্মু ও কাশ্মীর হাইকোর্ট | ২৬ মার্চ ১৯২৮` | জম্মু ও কাশ্মীর, লাদাখ |
ঝাড়খন্ড হাইকোর্ট | ১৫ নভেম্বর ২০০০ | ঝাড়খন্ড |
কর্ণাটক হাইকোর্ট | ১৮৮৪ | কর্ণাটক |
কেরালা হাইকোর্ট | ১ নভেম্বর ১৯৫৬ | কেরালা, লাক্ষাদ্বীপ |
মধ্যপ্রদেশ হাইকোর্ট | ২ জানুয়ারী ১৯৩৬ | মধ্যপ্রদেশ |
মাদ্রাজ হাইকোর্ট | ১৫ আগস্ট ১৮৬২ | তামিলনাডু, পুদুচেরি |
মনিপুর হাইকোর্ট | ২৫ মার্চ ২০১৩ | মনিপুর |
মেঘালয় হাইকোর্ট | ২৩ মার্চ ২০১৩ | মেঘালয় |
উড়িষ্যা হাইকোর্ট | ৩ এপ্রিল ১৯৪৮ | ওড়িষ্যা |
পাটনা হাইকোর্ট | ২ সেপ্টেম্বর ১৯১৬ | বিহার |
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট | ১৫ আগস্ট ১৯৪৭ | চন্ডিগড়, হরিয়ানা, পাঞ্জাব |
রাজস্থান হাইকোর্ট | ২১ জুন ১৯৪৯ | রাজস্থান |
সিকিম হাইকোর্ট | ১৬ মে ১৯৭৫ | সিকিম |
তেলেঙ্গানা হাইকোর্ট | ১ জানুয়ারী ২০১৯ | তেলেঙ্গানা |
ত্রিপুরা হাইকোর্ট | ২৬ মার্চ ২০১৩ | ত্রিপুরা |
উত্তরাখন্ড হাইকোর্ট | ৯ নভেম্বর ২০০০ | উত্তরাখন্ড |
List of High Courts in India 2020 Important Facts
হাইকোর্ট সমন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- বর্তমানে ভারতবর্ষে মোট 25 টি হাইকোর্ট রয়েছে।
- কোলকাতা হাইকোর্ট ভারতবর্ষের প্রাচীনতম হাইকোর্ট। এটি প্রতিষ্ঠিত হয় 1 লা জুলাই 1862 সালে।
- ভারতের রাষ্ট্রপতি, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ও উক্ত রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন।
- হাইকোর্টের একজন বিচারপতি 62 বছর বয়স পর্যন্ত তাঁর পদে থাকতে পারেন।
- 2000 সালে মোট তিনটি হাইকোর্ট প্রতিষ্টিত হয় – উত্তরাখন্ড হাইকোর্ট, ঝাড়খন্ড হাইকোর্ট ও ছত্তীসগড় হাইকোর্ট।
- 2013 সালে মোট তিনটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় – ত্রিপুরা হাইকোর্ট, মেঘালয় হাইকোর্ট ও মনিপুর হাইকোর্ট।
- 2019 সালে মোট দুটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় – অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ও তেলেঙ্গানা হাইকোর্ট।
Related Post
- এক নজরে ভারত
- প্রথম কৃষি উৎপাদক রাজ্য
- ভারতের বৃহত্তম, উচ্চতম ও ক্ষুদ্রতম
- ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল
- ভারতরত্ন পুরস্কার তালিকা
- ভারতে প্রথম পুরুষ
- ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
- প্রথম ভারতীয় মহিলা
- ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির ডাকনাম
- ভারতের নদীরতীরে অবস্থিত শহর
- ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ সমূহ
- মনীষীদের ডাকনাম বা উপনাম
- ভারতের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষন কেন্দ্র
- ভারতের বর্তমান মুখ্যমন্ত্রীদের তালিকা
- ভারতের বিখ্যাত উক্তি বা স্লোগান
- কোন দিনে কোন দিবস পালিত হয়