Quiz Question and Answer in Bengali

Quiz Question And Answer in Bengali

Home >Question Answer > Quiz Question And Answer in Bengali

21. ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি?

[A] ইনস্যাট 4B

[B] অ্যাপেল 

[C] ভাস্কর 1

[D] কোনটিই নয় 

Show Ans

Correct Answer: [B] অ্যাপেল 

22. বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

[A] বাঁকুড়া 

[B] পুরুলিয়া 

[C] বীরভূম 

[D] দার্জিলিং 

Show Ans

Correct Answer: [A] বাঁকুড়া 

23. তোর্সা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?

[A] মিরিক উপত্যকা 

[B] রায়তাল হ্রদ 

[C] ফালুট পর্বত 

[D] চুম্বি উপত্যকা 

Show Ans

Correct Answer: [D] চুম্বি উপত্যকা 

24. পূর্বঘাট পর্বত কোন প্রকার পর্বত?

[A] স্তুপ পর্বত 

[B] ক্ষয়জাত পর্বত 

[C] আগ্নেয় পর্বত 

[D] ভঙ্গিল পর্বত 

Show Ans

Correct Answer: [A] স্তুপ পর্বত 

25. ‘আসিবান’ গ্রন্থের রচিয়তা কে?

[A] মিনহাজ উদ্দিন 

[B] ইব্ন বতুতা 

[C] মিনহাজ উস সিরাজ 

[D] আমির খসরু 

Show Ans

Correct Answer: [D] আমির খসরু 

26. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?

[A] নরসিংহ বর্মন 

[B] অপরাজিত বর্মন 

[C] সিংহবিষ্ণু 

[D] বিজয়ালর 

Show Ans

Correct Answer: B] অপরাজিত বর্মন 

27. ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে?

[A] রাষ্ট্রপতি 

[B] লোকসভা 

[C] রাজ্যসভা 

[D] সুপ্রিম কোর্ট 

Show Ans

Correct Answer: [D] সুপ্রিম কোর্ট 

28. দেওয়ান মনিরাম দত্ত কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন?

[A] বিহার 

[B] অসম 

[C] সুরাট 

[D] মধ্যপ্রদেশ 

Show Ans

Correct Answer: [B] অসম 

29. ভারতের কোন সাম্রাজ্য  ‘মূলক-ই খাদিম’ নাম পরিচিত?

[A] মুঘল সাম্রাজ্য 

[B] খলজী সাম্রাজ্য 

[C] তুঘলক সাম্রাজ্য 

[D] মারাঠা সাম্রাজ্য 

Show Ans

Correct Answer: [D] মারাঠা সাম্রাজ্য 

30. ভারতের জাতীয় ক্যালেন্ডার কবে গৃহীত হয়?

[A] ২২ মার্চ, ১৯৫৭ সালে 

[B] ২০ মার্চ, ১৯৫৭ সালে 

[C] ২২ মার্চ, ১৯৫০ সালে 

[D] ২২ মার্চ, ১৯৫০ সালে 

Show Ans

Correct Answer: [A] ২২ মার্চ, ১৯৫৭ সালে 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

10 − one =

Scroll to Top