WB PSC Question Answer in Bengali [Miscellaneous Exam 2020]

16. লোকসভা কে ভেঙে দিতে পারেন?

[A] প্রধানমন্ত্রী

[B] সুপ্রিম কোর্টের বিচারপতি

[C] উপ-রাষ্ট্রপতি

[D] রাষ্ট্রপতি

Show Ans

Correct Answer: [D] রাষ্ট্রপতি

17. সুপ্রিম কোর্টের বিচারপতি বাড়াতে পারেন_

[A] রাষ্ট্রপতি

[B] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

[C] প্রধানমন্ত্রী

[D] পার্লিয়ামেন্ট

Show Ans

Correct Answer: [D] পার্লিয়ামেন্ট

18. ‘লাইফ ডিভাইন’ ___ রচনা করেন। 

[A] কেশবচন্দ্র সেন

[B] ভগিনী নিবেদিতা

[C] স্বামী বিবেকানন্দ

[D] অরবিন্দ ঘোষ

Show Ans

Correct Answer: [D] অরবিন্দ ঘোষ

19. নিম্নলিখিত কে ‘হিন্দু মেলা’র আয়োজন কেন_

[A] স্বামী বিবেকানন্দ

[B] অরবিন্দ ঘোষ

[C] দয়ানন্দ সরস্বতী

[D] নবগোপাল মিত্র

Show Ans

Correct Answer: [D] নবগোপাল মিত্র

20. ‘এক্স রশ্মি’ কে আবিষ্কার করেন_

[A] জন ডালটন

[B] রন্টজেন

[C] এডিসন

[D] মাদাম কুরি

Show Ans

Correct Answer: [B] রন্টজেন

21. ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন__

[A] ভারতের রাষ্ট্রপতি

[B] ভারতের প্রধানমন্ত্রী

[C] ভারতের উপ-রাষ্ট্রপতি

[D] সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি 

Show Ans

Correct Answer: [C] ভারতের উপ-রাষ্ট্রপতি

22. ‘স্টিম-ইঞ্জিন’ কে আবিষ্কার করেন?

[A] ফ্লেমিং

[D] স্টিফেনস

[C] এডিসন

[D] জেমস ওয়াট

Show Ans

Correct Answer: [D] জেমস ওয়াট

23. কুকুর কামড়ালে ___ রোগটি হতে পারে। 

[A] ম্যালেরিয়া

[B] কালাজ্বর

[C] ডিপথেরিয়া

[D] জলাতঙ্ক

Show Ans

Correct Answer: [D] জলাতঙ্ক

WB PSC Question Answer in Bengali

24. আমলকীতে ___ ভিটামিনটি প্রচুর পরিমানে থাকে। 

[A] D

[B] E

[C] K

[D] C

Show Ans

Correct Answer: [D] C

25. নিম্নলিখিত কোন নদীটি -দ্বীপ সৃষ্টি করেনি?

[A] গঙ্গা

[B] গোদাবরী

[C] তাপ্তি

[D] মহানদী

Show Ans

Correct Answer: [C] তাপ্তি

26. কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেন?

[A] লুই পাস্তুর

[B] উইলিয়াম হার্ভে

[C] রবার্ট হুক

[D] ইউ. এম ব্রহ্মচারী

Show Ans

Correct Answer: [D] ইউ. এম ব্রহ্মচারী

27. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

[A] একটি 

[B] দুইটি

[C] তিনটি

[D] চারটি

Show Ans

Correct Answer: [C] তিনটি

28. তিলপাড়া বাঁধটি কোন নদীর  গড়ে উঠেছে?

[A] তুঙ্গভদ্রা

[B] গোদাবরী

[C] কংসাবতী

[D] ময়ূরাক্ষী

Show Ans

Correct Answer: [D] ময়ূরাক্ষী

29. নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত?

[A] সারদা খাল

[B] নিম্নগঙ্গা খাল

[C] সরহিন্দ খাল

[D] ইডেন খাল

Show Ans

Correct Answer: [D] ইডেন খাল

30. নিচের কোনটি কম্পাঙ্কের একক?

[A] অ্যাম্পিয়ার

[B] নিউটন

[C] ওয়াট

[D] হার্জ

Show Ans

Correct Answer:[D] হার্জ

3 thoughts on “WB PSC Question Answer in Bengali [Miscellaneous Exam 2020]”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =

Scroll to Top